New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/Biday-Bomkesh-Cover.jpg)
'বিদায় ব্যোমকেশ' ট্রেলার লঞ্চ। উপস্থিত ছিলেন আবির, সোহিনী, দেবালয় ভ্ট্টাচার্য, বিদিপ্তা দাশগুপ্ত সহ আরও অনেকে। ছবি: শশী ঘোষ।
পরিচালক দেবালয় ভট্টাচার্যের হাত ধরে জুলাইতেই মুক্তি পেতে চলেছে 'বিদায় ব্যোমকেশ'। ব্যোমকেশ সিরিজে প্রথমবার দ্বৈত চরিত্রে আবির চট্টোপাধ্যায়। ছবি: শশী ঘোষ ব্যোমকেশের চরিত্রেও আবির, আবার ব্যোমকেশ বক্সীর নাতি সাত্যকি বক্সীর ভূমিকাতেও তিনিই। সাত্যকির প্রেমিকার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। অর্থাৎ আবারও আবির-সোহিনী জুটি। পরিচালক দেবালয় ভট্টাচার্যের হাত ধরে জুলাইতেই মুক্তি পেতে চলেছে 'বিদায় ব্যোমকেশ'। ব্যোমকেশ সিরিজে প্রথমবার দ্বৈত চরিত্রে আবির চট্টোপাধ্যায়। ছবি: শশী ঘোষ এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। তবে ট্রেলার লঞ্চ কোনও তারকা করেননি। করল অ্যামাজন অ্যাপ সিরি। অ্যাপেলের এই অ্যাপও জানে 'বিদায় ব্যোমকেশে'র কথা। প্রশ্ন করলেই বিলক্ষণ পাওয়া গেল উত্তর। পরিচালক দেবালয় ভট্টাচার্যের হাত ধরে জুলাইতেই মুক্তি পেতে চলেছে 'বিদায় ব্যোমকেশ'। ব্যোমকেশ সিরিজে প্রথমবার দ্বৈত চরিত্রে আবির চট্টোপাধ্যায়। ছবি: শশী ঘোষ ছবিটি ব্যোমকেশের জন্ম থেকে এক এক করে শরদিন্দুর 'রক্তের দাগ', 'বহ্নিপতঙ্গ', 'শজারুর কাঁটা', 'চোরাবালি', 'কহেন কবি কালিদাস', 'চিত্রচোরে'র ঝলক দেখিয়ে নিয়ে আসবে ২০১৮-র প্রেক্ষাপটে। দু'বছর ধরে হারিয়ে যাওয়া ছেলের সন্ধানে বৃদ্ধ ব্যোমকেশ। ছবি: শশী ঘোষ কলকাতার এক পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চে চলল দেদার মজা। ছবিতে অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে খোশমেজাজে পরিচালক দেবালয় ভট্টাচার্য। ছবি: শশী ঘোষ আবিরকে আশি বছরের বৃদ্ধ সত্যান্বেষীর ভূমিকায় আগে দেখেননি দর্শক। তবে প্রস্থেটিক মেকআপের পরেও নিজের স্বকীয়তা হরিয়ে ফেলেননি ব্যোমকেশ। বিদায় ব্যোমকেশ মুক্তি পাবে ২০ জুলাই। ছবি: শশী ঘোষ 'বিদায় ব্যোমকেশে' দেখা মিলবে অন্য অজিতের। এ ছবিতে অজিতের ভূমিকায় রাহুল বন্দ্যোপাধ্যায়। এদিন ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন না তিনি। ছবির সঙ্গীত পরিচালক সাকি বন্দ্যোপাধ্যায়। ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর বাগচী। ছবি: শশী ঘোষ