বামন হয়ে চাঁদে হাত! বিয়ে নিয়ে ব্যাপক ট্রোলড 'ছোটা ভাইজান', পাল্টা কী জবাব দিলেন আবদু রোজিক?

সম্প্রতি বাগদান সেরেছেন তাজিকিস্তানের গায়ক আবদু রোজিক। এই খুশির অনুষ্ঠানে অভিনন্দনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়েরও মুখে পড়তে হয়েছে তাঁকে। কিছু লোক তাঁর উচ্চতা নিয়ে মজা করেছে, যার প্রতিক্রিয়ায় আবদু একটি ভিডিও পোস্ট করেছেন।

সম্প্রতি বাগদান সেরেছেন তাজিকিস্তানের গায়ক আবদু রোজিক। এই খুশির অনুষ্ঠানে অভিনন্দনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়েরও মুখে পড়তে হয়েছে তাঁকে। কিছু লোক তাঁর উচ্চতা নিয়ে মজা করেছে, যার প্রতিক্রিয়ায় আবদু একটি ভিডিও পোস্ট করেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
abdu rozik marriage troll

আবদু রোজিক বিয়ে নিয়ে যারা ট্রোল করেছেন তাদের অনুরোধ করেছেন, যারা উচ্চতা নিয়ে মন্তব্য করেছেন তাদের জবাব দিয়েছেন

bollywood Bigg Boss Entertainment News Abdu Roziq