/indian-express-bangla/media/media_files/2025/01/19/iwdDnAaW7oNXyjlWAGih.jpg)
বিগ বস ১৮ ফিনালে
/indian-express-bangla/media/media_files/2025/01/19/UMz69RAyUHhZLaBHgNNX.jpg)
বিগ বস প্রতিযোগির ধর্ম পরিবর্তন
১৯ জানুয়ারি রবিবার রাতেই বিগ বস ১৮-এর গ্র্যান্ড ফিনালে। কে হবে বিজয়ী? বিগ বসের ঘরের সদস্যের মতোই যেন হৃদস্পন্দন বাড়ছে এই শোয়ের দর্শকেরও। বিগ বস ১৮-এ এমন একজন প্রতিযোগী আছেন যার মা হিন্দু, বাবা খ্রীষ্টান, ঠাকুরদা পর্তুগীজ। কিন্তু, পরে নিজের ধর্ম পরিবর্তন করে হয়েছেন মুসলিম।
/indian-express-bangla/media/media_files/2025/01/19/yHmGoV7luThfAbS9ohKg.jpg)
ভিভিয়ানের ধর্মবদল
তিনি নান আদার দ্যান ভিভিয়ান ডিসেনা। এই মুহূর্তে বিগ বসের ঘরে রয়েছেন ছ'দন প্রতিযোগী। তাঁদের মধ্যে থেকেই একজন জিতে নেবেন বিগ বসের ট্রফি। বিগ বসের বিজয়ী তালিকার দ্বিতীয় স্থানে নাম রয়েছে ভিভিয়ানের।
/indian-express-bangla/media/media_files/2025/01/19/1E6Eok1FQ2dPjmHFaVVp.jpg)
কবে ধর্ম পরিবর্তন?
২০১৯-এ ধর্ম পরিবর্তন করেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান। ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তার আগে ভিভিয়ান ছিলেন খ্রীষ্টান।
/indian-express-bangla/media/media_files/2025/01/19/YvCfLgYOuODSMsn3JiuT.jpg)
ভিভিয়ানের দুটি বিয়ে
দুবার বিয়ের করেন ভিভিয়ান। প্যায়ার কি ইয়ে এক কাহানির সহ অভিনেত্রী Vahbiz Dorabjee-কে ২০১৩-এ বিয়ে করেন। কিন্তু, ২০১৬-তেই আলাদা হয়ে যান তাঁরা। এরপর ২০২২-এ ইজিপ্টের এক সংবাদিক নওরান আলির সঙ্গে নতুন জীবন শুরু করেন।
/indian-express-bangla/media/media_files/2025/01/19/yUf0PtDVIIZFqkEmn0Sd.jpg)
ফুটবলপ্রেমী ভিভিয়ান
১৯৮৮-তে ভিভিয়ানের জন্ম মধ্যপ্রদেশে। মা হিন্দু আর বাবা খ্রীষ্টান। আর ঠাকুরদা পর্তুগীজ। তিনি ছিলেন বিদেশি। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন তাঁর মা ছিলেন একজন athlete আর বাবা ফুটবল খেলোয়ার। ভিভিয়ান নিজেও ফুটবল খেলতে ভালবাসেন। মাত্র ১০ বছর বয়স থেকেই ফুটবল খেলতেন। তিনি মেসি-র অন্ধভক্ত।