বিগ বস প্রতিযোগির ধর্ম পরিবর্তন
১৯ জানুয়ারি রবিবার রাতেই বিগ বস ১৮-এর গ্র্যান্ড ফিনালে। কে হবে বিজয়ী? বিগ বসের ঘরের সদস্যের মতোই যেন হৃদস্পন্দন বাড়ছে এই শোয়ের দর্শকেরও। বিগ বস ১৮-এ এমন একজন প্রতিযোগী আছেন যার মা হিন্দু, বাবা খ্রীষ্টান, ঠাকুরদা পর্তুগীজ। কিন্তু, পরে নিজের ধর্ম পরিবর্তন করে হয়েছেন মুসলিম।