New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/bipasha-759.jpg)
৪১ বসন্ত পেরিয়ে এখনও সুন্দর বিপাশা বসু। মঙ্গলবার তাঁর জন্মদিনে বিপাশার কেরিয়ার গ্রাফের সঙ্গে রইল কিছু বিরল ছবি। দেখুন অ্যালবাম
৪১ বছরে পা দিলেন বিপাশা বসু। ২০০১ সালে আব্বাস মস্তানের ছবি আজনবি দিয়ে কেরিয়ার শুরু করেন অভিনেত্রী। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ সনু নিগমের মিউজিক ভিডিও 'তু' -এর জন্যই প্রথমবার লাইমলাইটে আসেন বিপাশা। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ তারপরেই বিক্রম ভাটের 'রাজ' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় বিপাশাকে, বিপরীতে ছিলেন দিনো মোরিয়া। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ ২০০৩ সালে বিপাশা বসুর কেরিয়ার উন্নতির শিখরে পৌঁছয়। জন আব্রাহামের সঙ্গে ছবিতে দেখা যায় নায়িকাকে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ সাল ২০০৫, 'নো এন্ট্রি'- মতো কমেডি ছবিতে দেখা যায় বিপাশাকে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ বিশাল ভারদ্বাজের ছবি 'ওমকারা'-য় সব্বাইকে অবাক করে বিপাশার উপস্থিতি। ছবিতে তাঁর অভিনয় বহুল প্রশংসিতও হয়। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ 'ধুম টু' এবং 'বাঁচনা এ হাসিনো', বলিউডে নিজের জায়গা শক্ত করতে সাহায্য করে বিপাশা বসুকে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ ২০১৫ করণ সিং গ্রোভারের সঙ্গে শেষবার বড়পর্দায় দেখা যায় বিপাশাকে। ২০১৬ সালে দু'জনের বিয়ে হয়। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ কেরিয়ারে পরের দিকে 'আত্মা', 'ক্রিচার থ্রিডি', 'অ্যালোন'-এর মতো অনেক হরর ছবি করেন বিপাশা। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ টেলিভিশন শো 'ডর সবকো লাগতা হ্যায়'-এর সঞ্চালনা করেছেন বিপাশা বসু। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ