৪ দশকের কেরিয়ার, ৫০০-রও বেশি সিনেমায় কাজ, বীরবল রেখে গেছেন এত সম্পদ

বীরবল মনোজ কুমার, অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান এবং আমির খানের মতো তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন।

বীরবল মনোজ কুমার, অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান এবং আমির খানের মতো তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Birbal Death Birbal family Birbal Networth

বীরবল খোসলার মৃত্যু: সতেন্দ্র কুমার খোসলা, বীরবল নামে বিখ্যাত, 12 সেপ্টেম্বর 2023-এ মারা যান। তার বয়স হয়েছিল 84 বছর। মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীরবল। তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে জানা গেছে।

bollywood Entertainment News