New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/31-1.jpg)
শিশু দিবস উপলক্ষে, বলিউডের সেলেবদের শৈশবের ছবির অ্যালবাম। ইনি বলিউডের কিংবদন্তি, যিনি আজ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীরের সঙ্গে। আজ তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছোট বোন অনীশা পাডুকোনের সঙ্গে একটি ছবি। দীপিকা পাড়ুকোন ও প্রাক্তন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন। ছোট বেলার ছবি দেখে আন্দাজ করাই যায়, সে সময়েও চনমনেই ছিলেন রণবীর সিং। চিনতে পারছেন স্কুল পড়ুয়া রণবীরকে? রুপোলি পর্দায় তাঁর ডেবিউ ছিল অনুষ্কা শর্মার সঙ্গে। ছবিতে দেখা যাচ্ছে তুষার কাপুর এবং একতা কাপুরকে। কে আগে শেষ করতে পারেন ঠান্ডা পানীয়ের বোতল? ইনি শমিতা শেট্টি। যশ চোপড়ার মহব্বতে ছবিতে প্রথম অভিনয় করেছিলেন। ছবিতে খুদে মহিরা খান। আজকের দিনে ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করেছেন ভাই হাসান খানের সঙ্গে। ইনি ভূমি পেডনেকার। ডেবিউ করেছে আয়ুষ্মান খুরানার বিপরীতে। বাবা মায়ের সঙ্গে জন্মদিনের কেক কাটছেন সোনম কাপুর। ছবির সব খুদেরাই কিন্তু কাপুর পরিবারের। এই ছবিটি দেখে নিশ্চই আন্দাজ করে ফেলেছেন, যে এই ছোট্ট মেয়েটিই অনুষ্কা শর্মা। দিদির সঙ্গে আলিয়া ভাট বিপাশা বসু। ছবিতে খুদে সলমন খান। টুইটারে নিজের ছোট বেলার ছবি শেয়ার করেছেন তিনি। চিনতে পারছেন না তো? ইনি প্রিয়াঙ্কা চোপড়া, পাশে ভাই সিদ্ধার্থ। অনুষ্কা শর্মা, বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ১৯৯৮ সালের ছবি রক্ষাবন্ধন অনুষ্ঠানের ছবি। পরিবারের সঙ্গে অনুষ্কা। নবাব পতৌদির পরিবার। শর্মিলা ঠাকুরের কোলে কন্যা সোহা আলি খান, বাবার পাশে দাড়িয়ে সইফ আলি খান। খুদে রণবীর কাপুর। রিশি কাপুর আর নীতু কাপুরের কোলে ছোট্ট রনবীর। ছোটবেলার হৃতিক রোশন। সঞ্জয় দত্ত। হৃষি কাপুর আর নীতু কাপুরের কোলে ছোট্ট রণবীর। কোলে ঘুমিয়ে আছেন ছোট্ট সোনাক্সি সিনহা। সেটে তখন করিশমা কাপুরকে সঙ্গ দিচ্ছিলেন করিনা কাপুর। শ্রদ্ধা কাপুর