-
২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে রাজকীয়ভাবে ভিকি কৌশলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছে ক্যাটরিনা। প্রথমবার পালন করলেন ‘করবাচৌথ’।
-
২০২২ সালের ১৪ এপ্রিল বাস্তুতে একেবারে ছিমছামভাবে রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া ভাট। নায়িকা এবার অন্তঃসত্ত্বাও। এমতাবস্থায় ‘করবাচৌথ’ কীভাবে পালন করবেন, সেটাই জানার অপেক্ষায় অনুরাগীরা।
-
২০২১ সালের ১৪ ডিসেম্বর ব্যবসায়ী প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বিয়ে করেছেন অঙ্কিতা লোখাণ্ডে। এবার তাঁর প্রথম ‘করবাচৌথ’।
-
২০২২ সালের ২১ জানুয়ারি দুবাইয়ের ব্যবসায়ী সূর্য নাম্বিয়ারের সঙ্গে গোয়ায় পারথমে দক্ষিণী রীতিতে পরে বাঙালি মতে বিয়ে করেছেন মৌনী রায়। প্রথমবার পালন করলেন ‘করবাচৌথ’।
-
বলিউডের অন্যতম চর্চিত জুটি শিবানি দাণ্ডেকর ও ফারহান আখতার বিয়ে করেছেন ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি। তাঁদেরও এবছর প্রথম ‘করবাচৌথ’।
-
আড়াই বছর আগে রেজিস্ট্রি ম্য়ারেজ সারলেও এবার ২৯ সেপ্টেম্বর একেবারে প্রথা মেনে আলি ফজলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রিচা চাড্ডা।
-
এবছরের গোড়ার দিকে ৫ ফেব্রুয়ারি প্রেমিক বরুণ বাঙ্গেরার সঙ্গে একেবারে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে করেছেন করিশ্মা তান্না। তিনিও প্রথমবার ‘করবাচৌথ’ পালনের তালিকায়।
-
২০২২ সালের ৯ জুলাই প্রেমিক সংগ্রাম সিংকে বিয়ে করেন পায়েল রোহাতগি। তাঁরও এবার পয়লা ‘করবাচৌথ’।
-
লণ্ডনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী গৌতম হাথিমারানির সঙ্গে চলতি বছরের ২০ মে বিয়ে করেছেন কণিকা কাপুর। তার সঙ্গে প্রথম ‘করবাচৌথ’ পালন গায়িকার।
-
টেলি অভিনেত্রী আস্থা চৌধুরি এবছর এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়েছেন প্রেমিক আদিত্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রথম ‘করবাচৌথ’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।
