-
২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে রাজকীয়ভাবে ভিকি কৌশলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছে ক্যাটরিনা। প্রথমবার পালন করলেন ‘করবাচৌথ’।
-
২০২২ সালের ১৪ এপ্রিল বাস্তুতে একেবারে ছিমছামভাবে রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া ভাট। নায়িকা এবার অন্তঃসত্ত্বাও। এমতাবস্থায় ‘করবাচৌথ’ কীভাবে পালন করবেন, সেটাই জানার অপেক্ষায় অনুরাগীরা।
-
২০২১ সালের ১৪ ডিসেম্বর ব্যবসায়ী প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বিয়ে করেছেন অঙ্কিতা লোখাণ্ডে। এবার তাঁর প্রথম ‘করবাচৌথ’।
-
২০২২ সালের ২১ জানুয়ারি দুবাইয়ের ব্যবসায়ী সূর্য নাম্বিয়ারের সঙ্গে গোয়ায় পারথমে দক্ষিণী রীতিতে পরে বাঙালি মতে বিয়ে করেছেন মৌনী রায়। প্রথমবার পালন করলেন ‘করবাচৌথ’।
-
বলিউডের অন্যতম চর্চিত জুটি শিবানি দাণ্ডেকর ও ফারহান আখতার বিয়ে করেছেন ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি। তাঁদেরও এবছর প্রথম ‘করবাচৌথ’।
-
আড়াই বছর আগে রেজিস্ট্রি ম্য়ারেজ সারলেও এবার ২৯ সেপ্টেম্বর একেবারে প্রথা মেনে আলি ফজলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রিচা চাড্ডা।
-
এবছরের গোড়ার দিকে ৫ ফেব্রুয়ারি প্রেমিক বরুণ বাঙ্গেরার সঙ্গে একেবারে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে করেছেন করিশ্মা তান্না। তিনিও প্রথমবার ‘করবাচৌথ’ পালনের তালিকায়।
-
২০২২ সালের ৯ জুলাই প্রেমিক সংগ্রাম সিংকে বিয়ে করেন পায়েল রোহাতগি। তাঁরও এবার পয়লা ‘করবাচৌথ’।
-
লণ্ডনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী গৌতম হাথিমারানির সঙ্গে চলতি বছরের ২০ মে বিয়ে করেছেন কণিকা কাপুর। তার সঙ্গে প্রথম ‘করবাচৌথ’ পালন গায়িকার।
-
টেলি অভিনেত্রী আস্থা চৌধুরি এবছর এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়েছেন প্রেমিক আদিত্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রথম ‘করবাচৌথ’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।
হাতে মেহেন্দি, নির্জলা উপোস..! বলিপাড়ার যে নায়িকারা প্রথমবার ‘করবাচৌথ’ পালন করলেন
আলিয়া, ক্যাটরিনা-মৌনী থেকে তালিকা দীর্ঘ।
Web Title: Bollywood actress celebrating their first karwa chauth