New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/Tapsee.jpg)
তাপসী পান্নুর রাশিয়া ভ্রমণ
মুখে নেই মাস্ক! করোনার আতঙ্কও সম্ভবত অতীত তাঁর কাছে। পুতিনের দেশে এভাবেই ঘুরে বেড়াচ্ছেন তাপসী পান্নু (Tapsee Pannu)। আজ্ঞে, সম্প্রতি রাশিয়ায় বেড়াতে গিয়েছিলেন তাপসী পান্নু। সঙ্গী বোন শগুন পান্নু। দুই বোন মিলে রাশিয়া যা মজা করেছেন, তা বলিউড অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই চোখে পড়বে। আর সেই দূরদেশে গিয়েই পশ্চিমী পোশাকের সঙ্গে পাল্লা দিয়ে ভারতীয় পোশাকে মেতেছেন তাপসী। রাশিয়ার রাস্তাতেই অভিনেত্রীকে দেখা গেল শাড়ি পরে দৌঁড়তে। পায়ে স্নিকার। পরনে অফ হোয়াইট সিল্কের শাড়ি। কনুই অবধি ঢাকা নীল রঙের ব্লাউজে। একহাতে ঘড়ি। অন্যহাতে একগাছা রূপোর চুড়ি। আলতো খোপা চুল। চোখে রোদচশমা। এতেই পুতিনের দেশের সড়কে সুপারহিট তাপসী পান্নু (Tapsee Pannu's Russia Tour)। কখনও সেন্ট হারমিটেজ মিউজিয়ামের সামনের রাস্তায় হেঁটে মেলে ধরেছেন নিজের স্টাইল স্টেটমেন্ট। আবার কখনও বা মস্কোর রাস্তায় বিদায়ের আগে রসিকতায় মাততে দেখা গেল তাপসীকে। দক্ষিণী অভিনেত্রীর হট-ফেভারিট কফি। রাশিয়ায় গিয়েও রাস্তার পাশের দোকান থেকে সেই পাণীয়ে চুমুক দিতে ভোলেননি তিনি। ফেরার আগে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার ট্যুর সংস্থা এয়ার বিএনবিকে, যে সংস্থার হোটেলে অতিথি হিসেবে দিন কয়েক ছিলেন তাপসী। ভারতে যখন অতিমারী আবহে জীবন ওষ্ঠাগত, তখন বোন শগুনও দিদির সঙ্গে রাশিয়ায় মুক্ত বিহঙ্গের মতো কোয়ালিটি টাইম কাটিয়ে বেজায় খুশি। রাশিয়ায় যে হোটেলে ছিলেন, সেখানকার ছবি। (সৌজন্যে- ইনস্টাগ্রাম)