-
রণবীর কাপুর ও আলিয়া ভাট, বেশ অনেকদিন ধরেই প্রমে করছেন তাঁরা। যদিও প্রকাশ্যে কেউই কোনওদিন স্বীকার করেননি একথা। কিছুদিন আগে একটি ভাইরাল ভিডিয়োয় সামনে এসেছিল লকডাউনেও একসঙ্গে রয়েছেন ব্রহ্মাস্ত্র জুটি। ফোটো- সোশাল মিডিয়া
-
শোনা গিয়েছিল এই বছরই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছিলেন রণবীর-আলিয়া। কিন্তু করোনা প্রকোপে সবটাই পিছিয়ে গিয়েছে। লকডাউন একসঙ্গে কাটালেও পরবর্তী পদক্ষেপ ফের অনিশ্চয়তায়। ফোটো- টুইটার
-
দু’জনের ফটোশপ করা বিয়ের কার্ডও ভাইরাল হয়েছিল। তবে আপাতত বিয়ে হোক আর না হোক, লকডাউন অনেকটাই কাছাকাছি এনে দিয়েছে রণবীর-আলিয়াকে। ফোটো- টুইটার
-
একসঙ্গেই কোয়রান্টিন পিরিয়ড কাটাচ্ছেন এই জুটিও। তারা অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। এ বছর বিয়ে করার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। ফোটো- মালাইকার ইনস্টাগ্রাম
-
বিয়ে যে হচ্ছে না তাঁর আভাস মিলেছে অর্জুনের কথাতেই। সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর বক্তব্য, ''বিয়ে করতে চাইলেনও কীভাবে হবে? সেই অবস্থা রয়েছে কি?'' ফোটো- অর্জুনের ইনস্টাগ্রাম
-
প্রসঙ্গত, কিছুদিন আগেই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন মালাইকা। তাদের বিয়ের পরিণতি মেনে নিতে পারেননি কোনো পরিবারই। সবাই শেষবার ভেবে দেখতে বলেছিলেন। ফোটো- মালাইকার ইনস্টাগ্রাম
-
এপ্রিলের শেষ সপ্তাহে রেজিস্ট্রি করছেন দু'জনে, রিচা চড্ডা ও আলি ফজল আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের ঘোষণাও করেছিলেন। কিন্তু করোনা সবটা ভেস্তে দিল। ফোটো- আলির ইনস্টাগ্রাম
-
২০১৩ সালে ফুকরে ছবি করার সময়ে আলি ফজল ও রিচা চড্ডা'র আলাপ হয়েছিল। তারপরে দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। তবে আপাতত বিয়ে স্থগিত, বাকিটা বোঝা যাবে পরিস্থিতি স্বাভাবিক হলে। ফোটো- আলি ফজলের ইনস্টাগ্রাম২০১৩ সালে ফুকরে ছবি করার সময়ে আলি ফজল ও রিচা চড্ডা'র আলাপ হয়েছিল। তারপরে দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। তবে আপাতত বিয়ে স্থগিত, বাকিটা বোঝা যাবে পরিস্থিতি স্বাভাবিক হলে। ফোটো- আলি ফজলের ইনস্টাগ্রাম
-
কথা ছিল মে মাসে নাকি ডেস্টিনেশন ওয়েডিং করবেন। চারহাত এক করতে উড়ে যাবেন তাইল্যান্ড। কিন্তু লকডাউন আপাতত সে সব থেকে দূরে সরিয়ে দিল বরুণ ধাওয়ান ও নাতাশা দালালকে। ফোটো- টুইটার
-
তবে শোনা যাচ্ছে নভেম্বরে পিছিয়ে গিয়েছে বিয়ে। কিন্তু বরুণ বা নাতাশার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানানো হয়নি। ফোটো- বরুণের ইনস্টাগ্রাম
-
বহু গুঞ্জনের পর অবশেষে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এনেছিলেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। জল্পনার অবসান হওয়ার যাও বা সম্ভবনা ছিল তা এখন পুরোপুরি করোনার কবলে। পরিস্থিতি না ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষাই ভরসা। ফোটো- সোশাল মিডিয়া
লকডাউনের জেরে বিয়ে পিছিয়ে গেল যেসব বি-টাউন জুটির
এ বছরই বিয়ে হওয়ার কথা ছিল বলিউডের বহু চর্চিত বেশ কয়েকটি জুটির। কিন্তু করোনার প্রকোপে সমস্তটাই বানচাল হয়ে গেল। এক নজরে দেখে নেওয়া যাক সেই বাতিল চিঠি।
Web Title: Bollywood celebrities postpone their marriage due to corona outbreak