-
কবিতা কৃষ্ণমূর্তি – বড় হয়েছেন দিল্লিতে। তবে তাঁর আদরের মামনি ছিলেন খাস বাঙালি, বাংলার প্রতি তাঁর অমোঘ টান। সুপার সিঙ্গারের মঞ্চে বিচারকের আসনে বেশ নজর কেড়েছিলেন শিল্পী।
-
সোনু নিগম- যার গলার আওয়াজে হাজার প্রেমিক মন আজও গেয়ে ওঠে। সুপার সিঙ্গারের মঞ্চেও বিচারক হিসেবে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন সোনু।
-
মোনালী ঠাকুর যেন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সা রে গা মা পা – এর মঞ্চে শিল্পীর অনুরাগী সংখ্যা কম নয়। আবার মাঝে মধ্যে সুপার সিঙ্গারের মঞ্চেও বিচারক হিসেবে উপস্থিত থাকেন তিনি।
-
শান্তনু মৈত্র – বলিউডের অন্যতম সুরকার। তাঁর সুরে গান গেয়েছেন বহু গুণী শিল্পী। সা রে গা মা পা – এর মঞ্চে বিচারক হিসেবেও তাঁকে নিয়ে শোরগোল কম নেই। জনপ্রিয়তা এবং মন্তব্যও কম হয়নি।
-
ড্যান্স বাংলা ড্যান্সের একাদশ সিজনে হিরো নম্বর ওয়ান গোবিন্দা উপস্থিত ছিলেন বিচারকের আসনে। তাঁর জনপ্রিয়তা কোনও অংশে কম নেই।
-
বাংলা ভাষায় প্রচুর গান গেয়েছেন। জিৎ গাঙ্গুলির সুরেও গলা দিয়েছেন আকৃতি। সা রে গা মা পা – এর মঞ্চেই আকৃতি নজর কেড়েছিলেন বিচারকের আসনে।
-
শাওন মে লগ গ্যায়ি আগ – মিকা সিং এর উপস্থিতি তাও আবার বিচারকের আসনে, সা রে গা মা পা – এর মঞ্চে ঝড় তুলেছিলেন মিকা। বাংলা ভাষার প্রতি তাঁর ভালবাসা ছিল অঢেল।
-
তানহা দিল, তানহা সফর – বাঙালি হয়েও বলিউডে তাক লাগিয়েছেন শান। এমনকি বিচারকের আসনেও তিনি বেশ জনপ্রিয়। সুপার সিঙ্গারের মঞ্চে তাঁর প্রতি ভালবাসার শেষ নেই।
-
বাঙ্গালির ঘরে ঘরে কুমার শানুর জনপ্রিয়তা তুঙ্গে। শানু সা রে গা মা পা থেকে সুপার সিঙ্গার, প্রচুর শোয়ে বিচারক হিসেবে থেকেছেন।
বাংলা রিয়ালিটি শোয়ে বিচারক হিসাবে মাতাচ্ছেন এই বলিউড তারকারা
বিচারকের আসনে এনাদের জনপ্রিয়তা তুঙ্গে, দেখুন ফটো অ্যালবাম
Web Title: Bollywood celebs who are famous judges in bengali reality shows