নিক-প্রিয়াঙ্কার আগেও বলিউডের অনেক তারকারাই সন্তানসুখ উপভোগ করার জন্য সারোগেসির আশ্রয় নিয়েছেন। সেই তালিকায় শাহরুখ খান, আমির খান, করণ জোহরের মতো মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির তারকাদের পাশাপাশি শিল্পা শেট্টি, তুষার কাপুর, সানি লিওনরাও রয়েছেন। কবে কোন তারকা সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন, জেনে নিন একনজরে। দেখুন তারকাদের সারোগেটেড বেবির ফটো অ্যালবাম।
-
শাহরুখ-গৌরী: সুহানা ও আরিয়ানের বড় হয়ে ওঠার পাশাপাশি তৃতীয় সন্তানের পরিকল্পনা করছিলেন শাহরুখ-গৌরী। বছর দুয়েক ধরেই চেষ্টা চলছিল। পরে বান্ধবী সীমার (সোহেল খানের স্ত্রী) পরামর্শে সারোগেসির আশ্রয় নেন গৌরী খান। ২০১৩ সালে মন্নত-এ আসে পরিবারের আরেক সদস্য, শাহরুখ-গৌরী খানের ছোট ছেলে আব্রাম খান।
-
আমির খান-কিরন রাও: প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তের সঙ্গে আমিরের দুই সন্তান রয়েছে- জুনেইদ, ইরা। তবে কিরণ রাওয়ের সঙ্গে বিয়ের পর ফের সন্তানের চেষ্টা করেন অভিনেতা। প্রথমবার কিরণের মিসক্যারেজ হওয়ার পর আমির সারোগেসির আশ্রয় নেন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় আমির-কিরণের সন্তান আজাদ রাও খানের।
-
করণ জোহর: বিয়ে করেননি, তবে সন্তানসুখ উপভোগ করতে চেয়েছিলেন করণ জোহর। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান হয় পরিচালক-প্রযোজকের। এখন দুই ছেলে-মেয়ে যশ-রুহিকে নিয়ে ভরা সংসার করণের। তাঁর মা হিরু জোহরও বেজায় উপভোগ করেন দুই নাতি-নাতনির কাণ্ডকারখানা।
-
শিল্পা শেট্টি: পুত্রসন্তান ভিভানের পর আরেকটি সন্তান চেয়েছিলেন রাজ কুন্দ্রা, শিল্পা শেট্টি। সেই প্রেক্ষিতেই ২০২০ সালে সারোগেসির মাধ্যমে ফের মা হল অভিনেত্রী। রাজ-শিল্পার কোল আলো করে আসে ফুটফুটে কন্যাসন্তান সমিশা শেট্টি কুন্দ্রা।
-
প্রীতি জিন্টা: ২০২১ সালের নভেম্বর মাসে প্রীতি জিন্টাও সারোগেসির মাধ্যমে ৪৬ বছর বয়সে সন্তানসুখ লাভ করেন। স্বামী জেনে গুডএনাফ ও প্রীতি অনেকদিন ধরেই সন্তানলাভের চেষ্টায় ছিলেন। মাস দুয়েক আগে তাঁদের সেই ইচ্ছেপূরণ হয়। সারোগেসির মাধ্যমে জিয়া আর জয় দুই সন্তানের বাবা-মা হন প্রীতি-জেনে।
-
তুষার কাপুর: বলিউডের প্রথম যে ব্যাচেলর অভিনেতা সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন, তিনি তুষার কাপুর। ২০১৬ সালে সারোগেসির মাধ্যমে পুত্রসন্তান লক্ষ্যকে স্বাগত জানায় অভিনেতার পরিবার। তুষার এখন গর্বিত ‘সিঙ্গল ফাদার’।
-
একতা কাপুর: ভাই তুষারের বাবা হওয়ার ৩ বছর বাদে সারোগেসির মাধ্যমে মা হন টেলিভিশন ক্যুইন একতা কাপুরও। বিয়ে করেননি, তবে সন্তানসুখ উপভোগ করতে চেয়েছিলেন, তাই ৩৬ বছর বয়সেই চিকিৎসকের পরামর্শে নিজের ডিম্বাণু স্টোর করে রাখেন একতা। পরে ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে সন্তানলাভ করেন। একতার ছেলের নাম রবি।
-
সানি লিওন: নিশা নামে এক কন্যাসন্তানকে দত্তক নেওয়ার পর সানি লিওন সারোগেসির মাধ্যমে দুই সন্তানকে জন্ম দেন ২০১৮ সালের মার্চ মাসে। আশের, নোয়া এবং নিশা তিন সন্তানকে নিয়ে সানির এখন ভরা সংসার।
-
শ্রেয়স তলপাড়ে: বিয়ের ১৪ বছর পর ২০১৮ সালে শ্রেয়স তলপাড়ে এবং তাঁর স্ত্রী দীপ্তি সারোগেসির মাধ্যমে এক কন্যা সন্তানের জন্ম দেন।
-
সোহেল খান: ২০০০ সালে প্রথম ছেলে নির্বাণ হয়। পরে সোহেল এবং স্ত্রী সীমা ফের এক সন্তানের পরিকল্পনা করেন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে আরেকটি পুত্রসন্তান লাভ করেন দম্পতি। ইয়োহানের বয়স এখন ১০ বছর।
-
লিসা রে: ২০১০ সালেই ক্যানসারকে জয় করে ফেলেছেন অভিনেত্রী লিসা রে। ৪৬ বছর বয়সে সারোগেসির মাধ্যমে দুই কন্যাসন্তান সুফি এবং সোলেইলের জন্ম দেন বলিউড অভিনেত্রী।