বড়দিনের উৎসবে তারকারা। নিজেদের পরিবারের সঙ্গেই উদযাপন করলেন ক্রিসমাস।কাপুর পরিবারের ক্রিসমাস সবসময় খুব জনপ্রিয়। শেষ কিছুবছর আলিয়া এবং রণবীর অনন্য ক্রিসমাস পালন করছেন। সঙ্গে থাকছেন পরিবার।সারা আলী খানের এবারের ক্রিসমাস একটু আলাদা। কারণ, সঙ্গে রয়েছেন প্রিয় দুই মানুষ। একজন তো মা অমৃতা..অন্যজন, তাঁর বাবা সইফ। এবারের বড়দিনে বাবা-মাকে সঙ্গে পেয়েছেন সারা।আলিয়া এবং সিদ্ধার্থর বিয়ের পর প্রথম ক্রিসমাস। দুজনে দুজনকে বাহুডোরে বেঁধে উদযাপন করলেন বড়দিন।নীল রঙের পাজামা স্যুট পরে নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদী ক্রিসমাসে সামিল হলেন।অভিনেতা করণ ওয়াহি এবং তার পরিবার উৎসবে সামিল হয়েছেন ক্রিসমাসে। ছবি শেয়ার করে নিলেন তারা।সোহা আলী খানের ক্রিসমাস উদযাপন সবসময় নজর কেড়ে নেয়। ম্যাচিং পাজামা পরেই তারা আনন্দ করলেন।অন্যদিকে, বিপাশার সেলিব্রেশন এবার মেয়েকে নিয়ে। খুদে দেবীকে স্যান্টার পোশাক পড়িয়েই ক্রিসমাস উদযাপন তাঁর।