-
শাহরুখ খান এবং গৌরী খানের প্রেমের সাতকাহনের শুরু, ফিল্মি জগতের অনেক আগে থেকেই। ১৮ বছর বয়সেই শাহরুখ মন দিয়ে ফেলেছিলেন অচেনা অজানা গৌরীকে। প্রথমবার হারিয়ে ফেলেছিলেন তাঁকে, দ্বিতীয়বার খুঁজে পান মুম্বইয়ের সৈকতে, হাজার লোকে না করার পরেও বিয়ে করে পরিণতি দিয়েছিলেন ভালবাসার সম্পর্ককে, শাহরুখ আর গৌরী আজকের আইডিয়াল কাপল।
-
রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজার প্রেমের রহস্য একেবারেই গোপন ছিল। একই সেটে বসে কাজ করার পরেও কেউ আঁচ পর্যন্ত পাননি। দুজনেই জানিয়েছিলেন, স্বীকারোক্তি সেভাবে করেননি কেউই – তবে মনে মনে ভালবাসার এক অনুভূতি জাল বিছিয়ে ফেলেছিল, এত বছরের প্রেম তারপর বিয়ে – আজ মজার দম্পতি হিসাবে মধ্যে তাঁরা এক এবং অনন্য।
-
অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্নার সম্পর্ক বহুদিনের, প্রেম করেই বিয়ে করেছিলেন তাঁরা। টুইঙ্কল বলেছিলেন, চিনতেনও না অক্ষয়কে, সেই মানুষকে বিয়ে করে আজকে বেজায় সুখী। অক্ষয় নিজেও তাঁদের ব্যক্তিগত সম্পর্কের নানান স্মৃতি, ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন।
-
রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের কাপল গোলস কে জানে না? দুজনের ছয় বছরের প্রেম, সেই থেকে গ্র্যান্ড ওয়েডিং এবং নিজেদের ভালবাসার দুর্ধর্ষ বহিঃপ্রকাশ!…..প্রেম এবং ভালবাসায় ভরা দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। বাস্তবেও তাঁরা নিদারুণ সুন্দর…
-
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের প্রেমের শুরু সিনেমার হাত ধরেই। ঐশ্বর্যর মতে অভিষেকের থেকে ভাল স্বামী একেবারেই কেউ হতে পারে না। অন্যদিকে অভিষেকের মতামত, ঐশ্বর্য না থাকলে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার টিকিয়ে রাখা তাঁর পক্ষে অসম্ভব হত। পারফেক্ট কাপল এবং গোছানো সংসারের খেতাব তাদের প্রাপ্য।
-
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি পারফেক্ট তারকা দম্পতির নিদর্শন। শ্যাম্পুর বিজ্ঞাপন থেকে শুরু, মাঝে হাজারো বিপত্তি থেকে ব্যর্থতা কিন্তু তারপরেও ভালবাসা বাঁধ মানেনি, প্রেমের সম্পর্ক পেরিয়ে বৈবাহিক জীবন এখন সুখের সংসার দুজনের।
-
বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল দুজনেই ছোট্ট থেকে লাভ বার্ডস! পুরনো প্রেমকে আপন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নাতাশা একেবারেই বলিউডের সঙ্গে সম্পর্কিত নন, দুজনের সংসার যেন সুখের আবাস।
-
ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ – দুই তারকার প্রেম ছিল গোপনেই। একেবারেই লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন নিজেদেরকে। রিয়্যালিটি শো থেকে প্রেমের উপাখ্যান শুরু, তারপরে স্বপ্নের মতো বিয়ে তথা বর্তমানের সংসার। একে অপরকে নিয়ে দারুণ ভাল আছেন তারা।
-
করিনা কাপুর খান এবং সইফ আলি খান ঠিক যেন একে অপরের পরিপূরক। ওঙ্কারা এবং টসন সিনেমায় একসঙ্গে অভিনয় করার পরেই দুজনের মধ্যে সম্পর্ক গাঢ় হয়। করিনা বলেছিলেন, সইফ ছাড়া আর কাউকে বিয়ে করতে পারতেন কিনা সেই সম্পর্কে সন্দেহ আছে। এখন দুই সন্তানের বাবা মা সইফ করিনা সবথেকে চর্চিত কাপলদের মধ্যে এক।
-
রাজকুমার রাও এবং পত্রলেখার প্রেম যেন দেখার মতো। এত বছরের প্রেম তারপরে বিয়ে, দুজনের ভাব-ভালবাসা দেখার মতো। ১১ বছরের সময় পার করার পরেও আকর্ষণ এবং ভালবাসা আজও আকাশ ছোঁয়া।
-
ব্রহ্মাস্ত্র সিনেমার সেটে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের প্রেমের শুরু, সেই থেকেই নিজেদের সম্পর্ক একেবারেই রাখঢাক করেননি তাঁরা। বিয়ে কবে করছেন এই প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত, তবে দুজনেরই বক্তব্য – মন থেকে বিয়ে করে নিয়েছেন অনেকদিন। এখন শুধুই সামাজিক স্বীকৃতির পালা।
