লকডাউনের মাঝে বনি-কৌশানির ঘরে নতুন সদস্য। অবাক হচ্ছেন? ভাবছেন কে এই সদস্য?
রাখী পূর্ণিমার দিনই এই ছোট্ট খুদেকে প্রকাশ্যে নিয়ে এসেছেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। নিজের ইনস্টাগ্রামে জীবনসঙ্গী বনির সঙ্গে ছোট্ট খুদের ছবি শেয়ার করেছেন।
ছবিতে অভিনেত্রীর কোল জুড়ে রয়েছে সে। যাকে নিয়ে আনন্দে মেতেছেন বনি কৌশানি।
নতুন অতথির বয়স ১ মাস। আদরের নাম তাঁর বাহুবলী। কৌশানির দিদির সন্তান। গত এক মাস আগে মাসি হয়েছেন কৌশানি।
খোলামেলা প্রেমে নিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন বনি কৌশানি। একাধিক পোস্টে তাদের ভালোবাসার কথা তুলে ধরেছেন এই জুঁটি।
কৌশানি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি বলছেন। 'ছোট্ট খুদেকে তোমরা আশীর্বাদ কর'।