New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/ritabhari-759-1.jpg)
নারীদিবসেই মুক্তি পাচ্ছে ঋতাভরী-সোহমের 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। তার আগে প্রচারের ব্যস্ততায় জুটি।
মনোরম পরিবেশে যদি মনের মানুষ একে অপরের সঙ্গে থাকে তাহলে আর বেশি কী চাই! 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'র জুটিরও তাই হল। প্রচারের ফাঁকে দু'জনে চুটিয়ে আড্ডা দিলেন। সাক্ষী থাকল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন সোহম-ঋতাভরী। প্রথাগত সামাজিক নিয়মের বিরূদ্ধে সাম্যের কথা বলে শবরী। নারীদের মর্যাদা রক্ষার লড়াইয়ে প্রথম পদক্ষেপ নেয় পৌরহিত্য করে। ফোটো- উইন্ডোজ কলকাতার হার্ড রক ক্যাফেতে এদিন এসেছিলেন ঋতাভরী। ছবির শবরীর সঙ্গে পোশাকে কোনও মিল না থাকলেও প্রতিবাদী সত্ত্বায় কোনও ভাটা পড়েনি কখনও। সব সময় জোর গলায় অধিকার রক্ষার কথা বলে এসেছেন নায়িকা। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ ছবিতে ঋতাভরীর বিপরীতে দেখা যাবে সোহম মজুমদারকে, তাঁর চরিত্রে নাম বিক্রমাদিত্য। কবীর সিং ছবিতেও অভিনয় করেছেন তিনি। নারীদের সমান অধিকারের পক্ষে তাঁর মতও জোরালো। এমনকী নিজের পায়ে না দাঁড়িয়ে বোনেদের বিয়ে দিতে নারাজ সে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ ”অসুবিধেটা হচ্ছে সময়ের। শবরীমালা নিয়ে কী হচ্ছে দেখতে পাচ্ছ না?”-এরকমই বেশ কিছু সংলাপে বর্তমান সমাজের মুখোশ খুলেছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের প্রথম ছবি। ফোটো- উইন্ডোজ গত বছর থেকেই নারী দিবসে একটি করে ছবি উপহার দিচ্ছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এবারেও তাই নতুন ছবি নিয়ে হাজির তারা। যদিও প্রযোজনা করছেন পরিচালকদ্বয়। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপিকা নন্দিনী ভৌমিকের অনুপ্রেরণাতেই উন্ডোজের শবরী-র জন্ম ফোটো- উইন্ডোজ বিয়েতে পত্নী সিঁদুর পরলে স্বামী কেন নয়? এরকম বেশ কিছু প্রশ্নের মুখে ফেলবে এই ছবি। ফোটো- উইন্ডোজ পর্দায় বাইরে কিন্তু দু'জনের খুনসুটির সম্পর্ক। সারাক্ষণ একে অপরের সঙ্গে মেতে রয়েছেন। ধরুন সময় নেই তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, সেই সব সময়ে না কি সোহম, ঋতাভারীকে সামনে এগিয়ে দেন কার্যসিদ্ধি করতে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ মহালয়ার দিনে প্রথম প্রকাশ্যে এসেছিল ঋতাভরীর একটি ছবি। যেখানে দশভুজা তিনি কিন্তু একহাতে শঙ্খ তো অন্যহাতে ক্যালেন্ডার। একহাতে স্যানিটারি ন্যাপকিন আর অন্য হাতে পঞ্চ প্রদীপ। আর এই ছবিই কৌতুহল দুগুণ বাড়িয়ে দিয়েছিল দর্শকের। ফোটো- উইন্ডোজ বৈদিক মতে বিয়ের কথা হয়তো শুনেছেন। এ বিয়েতে কন্যাদানের বালাই নেই, কিন্তু গোটা প্রক্রিয়াটিই সম্পন্ন করেন মহিলা পুরোহিতরা। শ্বশুরবাড়ি যাওয়ার সময় চাল দিয়ে কনেকে বলতে হয় না, “বাবা-মায়ের সব ঋণ শোধ করলাম।” নতুন বউকে বর বলেন না, “আজ থেকে তোমার ভরণপোষণের দায়িত্ব নিলাম।” ফোটো- উইন্ডোজ বিয়ে মানেই যেখানে সানাইয়ের সুরে গমগম করে চারদিক, সেখানে এই বিয়েতে শোনা যায় রবীন্দ্রসংগীত। বিয়ের মন্ত্রপাঠে সংস্কৃতের পাশাপাশি বাংলা বা ইংরেজি ব্যবহার করা হয়। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ নারীদিবসের দু’দিন আগে ৬ মার্চ মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ কলকাতা শহরে মহিলা পুরোহিতের কথা এখন প্রায় সকলে জানে। বিয়েতে পুরোহিতের পিঁড়িতে বসে মন্ত্রোচ্চারণ থেকে শুরু করে বাড়িতে পুজো দেওয়া সবটাই করে থাকে ঋতাভরী। তবে তা সিনেমার পর্দায়। ফোটো- উইন্ডোজ