-
সেলিব্রিটিদের ছোটবেলার ছবি খুঁজে পাওয়া এখনকার দিনে আর খুব একটা কঠিন কাজ নয়। তবে কিছু ছবি থাকে যা সত্যিই মনে রাখার মতো। শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধার্থ কাপুরের সাত বছরের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন অর্জুন কাপুর, রণবীর কাপুর, সোনাক্ষী সিনহা, শ্রদ্ধা কাপুররা।
-
এর আগে জন্মদিনে শ্রদ্ধার সঙ্গে তাঁর ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সিদ্ধান্ত।
-
এর মধ্যে একটা ছবি অর্জুন কাপুর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ২০১৮ তেই নয়, স্নিকার ট্রেন্ড ৯০য়েও ছিল।
-
সোনাক্ষী সিনহা অর্জুন কাপুরকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করে বলেছেন, এই থ্রোব্যাক থার্সডে-তে বেশ খানিকটা পিছন ফিরে তাকানো যাক। শ্রদ্ধার ভাইয়ের জন্মদিনের পার্টিতে আমার আর শ্রদ্ধার ছবি।
-
শ্রদ্ধা কাপুরের একার ছবিও রয়েছে তালিকায়। ছবি দেখে মনে হচ্ছে কোনও কারণে বেশ আপসেট ।
-
অল্প বয়সী শক্তি কাপুর শ্রদ্ধাকে কোলে নিয়ে দিব্যি খোশ মেজাজে।
থ্রোব্যাক থার্সডে: এই ছবিগুলি দেখলে চিনতেই পারবেন না অর্জুন কাপুর, রণবীর কাপুর, সোনাক্ষী সিনহা, শ্রদ্ধা কাপুরদের
বলিউডের সেলিব্রিটিদের ছোটবেলার ছবি খুঁজে পাওয়া খুব একটা কঠিন কাজ নয়। তবে কিছু ছবি থাকে যা সত্যিই স্মরণীয়। অর্জুন কাপুর, রণবীর কাপুর, সোনাক্ষী সিনহা, শ্রদ্ধা কাপুরদের একরমই কিছু ছবি ভাইরাল হল। শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধার্থ কাপুরের জন্মদিনে একসঙ্গে সেলেব কিডরা।
Web Title: Can you recognise arjun kapoor ranbir kapoor sonakshi sinha and shraddha kapoor