New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/celeb-in-spoty-look-1.jpg)
স্পোর্টি লুকে অভিষেক বচ্চন এবং তাঁর বোন শ্বেতা বচ্চন নন্দা কে দেখা গেল মুম্বাই বিমানবন্দরে। এদিনটি ছিল অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই বচ্চনের একাদশ বিবাহবার্ষিকী। ছিমছাম লুকে সাদা গ্রাউনে এদিন বিমানবন্দরে দেখা গেল সোনম কাপুরকে। সাদা স্লিম ফিট শার্ট আর ঘননীল জিন্সে চোখ এড়ালেননা রবিনা ট্যান্ডনও। বান্দ্রায় লেন্সবন্দি হলেন শ্রীদেবি কন্যা জাহ্নবী কাপুর। তাঁর ডেবিউ ছবি ধড়কের জন্য আজকাল তাঁকা প্রায়ই শিরোনামে পাওয়া যায়। সাদা টি-শার্ট আর শুভ্র ফিটিং জিন্সে দুরন্ত দেখাচ্ছিল এদিন জাহ্নবীকে। ক্যামেরাবন্দী হলেন ক্যাজুয়াল পোশাকে দিয়া মির্জাও। আগামী ছবিতে সঞ্জয় দত্তের স্ত্রী হিসাবে দেখা যাবে তাঁকে। সে ছবিতে নাম ভুমিকায় থাকবে রনবীর কাপুরকে।