New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/srk-kareena-1-1.jpg)
মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দী হলেন শাহরুখ খান। এছাড়াও দেখা মিলল করিনা কাপুর খান, কঙ্গনা রানাওয়াত, সোনম কাপুর, আনন্দ আহুজা, তামান্না, তৈমুর, সারা আলি খান ও আরও অনেকে।
মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন শাহরুখ খান। এছাড়াও দেখা মিলল করিনা কাপুর খান, কঙ্গনা রানাওয়াত, সোনম কাপুর, আনন্দ আহুজা, তামান্না, তৈমুর, সারা আলি খান ও আরও অনেকে। গোল্ড ছবির প্রমোশনে গিয়েছিলেন অক্ষয় কুমার তো করওয়ান তারকা ডালক্যুয়ার সলমন ও মিথিলা পালকর বেরিয়ে পড়েছেন রোড ট্রিপে। মনিকর্ণিকা ছবির অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে দেখা গেল বিমানবন্দরে। Photo Source: Varinder Chawla ক্যাজুয়াল টি আর ট্র্যাকে ধরা দিলেন করিনা কাপুর খান। Photo Source: Varinder Chawla ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে প্রস্তুত শাহরুখ খান। ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে জিরো। Photo Source: Varinder Chawla বিগ বস খ্যাত হিনা খান এবং তার বয়ফ্রেন্ড রকি জয়সওয়াল ফিরলেন মায়ানগরীতে। Photo Source: Varinder Chawla মুম্বইয়ে ক্যামেরাবন্দি হলেন সারা আলি খান, কেদারনাথ ছবিতেই বলিউডে পা রাখবেন সইফ কন্যা। Photo Source: Varinder Chawla আপকামিং 'গোল্ড' ছবির প্রমোশনে ব্যস্ত অক্ষয় কুমার। Photo Source: Varinder Chawla সামনেই মুক্তি পাবে তাঁদের ছবি কারওয়া, তার আগেই রোড ট্রিপের মজা নিচ্ছেন ডালক্যুয়ের সলমন ও মিথিলা পালকর। সোনম কাপুরের সঙ্গে পোজ দিলেন আনন্দ আহুজা। Photo Source: Varinder Chawla শহরে তারকাদের ভিড়ে তৈমুর আলি খান থাকবেনা তা কি সম্ভব? Photo Source: Varinder Chawla