-
স্ট্যান্ডআপ কমেডির মাঝে হিন্দু দেব-দেবীদের নিয়ে রসিকতা করেছিলেন মুনাবর ফারুকি। যার জেলে জেল অবধি খাটতে হয়েছে কমেডিয়ানকেও। হিন্দুত্ববাদীদের রোষে তাঁর কমেডিয়ান কেরিয়ার এখন প্রায় শেষের দিকেই।
-
শিবলিঙ্গে কণ্ডোম পরানোর টুইট করে বিপাকে পড়তে হয়েছিল সায়নী ঘোষকে। যা নিয়ে থানা-পুলিশও হয়েছে। তবে সেই বিতর্ক এখন অতীত।
-
এই তালিকায় রয়েছেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানও। হিন্দু রীতি অনুযায়ী বিয়ের পর সিঁথিতে সিঁদুর পরে, দুর্গাষ্টমীতে অঞ্জলি দিয়ে কটাক্ষ-সমালোচনার শিকার হতে হয়েছিল তাঁকে।
-
গণেশ চতুর্থীতে শুভেচ্ছা জানিয়ে নেটদুনিয়ার রোষানলে পড়তে হয়েছিল মীর আফসার আলিকে।
-
ঘুরতে গিয়ে গণেশের বিগ্রহের ওপর জুতো পরে বসে ধর্মীয় ধ্বজাধারীদের কটাক্ষের শিকার হয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও।
-
মা কালীর মুখ আঁকা পোশাক পরে বিজেপি নেতার কটাক্ষের শিকার হয়েছিলেন সোহিনী সরকার।
-
সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলার মুক্তি পেতেই কটাক্ষের শিকার হতে হয় রণবীর কাপুরকে। কারণ, ট্রেলারে দেখা গিয়েছিল জুতো পরে দুর্গাপুজোর প্যান্ডেলের ঘণ্টা বাজাচ্ছেন রণবীর। আর তা দেখেই ‘ব্রহ্মাস্ত্র’ বয়কটের ডাক দেন নেটদুনিয়ার একাংশ।
-
কপালে সিঁদুরে তিলক কেটে ছবি আপলোড করেছিলেন শাহরুখ খান। আর তাতেই বিপাকে পড়েন। মুসলিম হয়েও কেন হিন্দু রীতি পালন করেছেন? প্রশ্ন তুলে রে-রে করে উঠেছিলেন হিন্দুত্ববাদীরা।
-
হিন্দু সেনা ও কর্ণি সেনার রোষানলে পড়ে ‘লক্ষ্মীবম্ব’ ছবির নাম বদলাতে বাধ্য হয়েছিলেন অক্ষয় কুমার। অভিযোগ উঠেছিল, হিন্দুদের ধনদেবী লক্ষ্মীর অপমান করা হয়েছে।
-
নবাব পরিবারের কন্যা হয়েও কাশী বিশ্বনাথ মন্দির থেকে কেদারনাথ, কামাক্ষ্যার মতো পুণ্য হিন্দু ধামে পুজো দিয়ে এসেছেন সারা আলি খান। বাড়িতে গণেশ পুজোও করেন তিনি। সেই অভিনেত্রী-ই সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে ধর্মীয় ধজ্বাধারীদের রোষানলে পড়েছিলেন।
-
টায়ারের বিজ্ঞাপনে দিওয়ালিতে আতসবাজি না ফাটানোর বার্তা দিয়েছিলেন আমির খান। যা দেখে দেশের হিন্দুত্ববাদী নেতাদের একাংশ রে-রে করে উঠে দাবি করেছিলেন- আমির খান এই বিজ্ঞাপনের মাধ্যমে হিন্দু ধর্মের চিরাচরিত রীতিতে কুঠারাঘাত করার পাশাপাশি ভাবাবেগেও আঘাত করেছেন।
-
হিন্দুধর্ম, শিবকে অপমানের অভিযোগ তুলে’তাণ্ডব’ সিরিজ নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন এক বিজেপি নেতা। হুমকির মুখে পড়েছিলেন সইফ আলি খানও। সেসময়ে নবাবের বাড়ির বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল মুম্বই পুলিশ।
-
‘আশ্রম’ সিরিজ নিয়েও হট্টগোল হয়েছিল। এক আশ্রম ও তার ভণ্ড সাধুবাবাকে কেন্দ্র করে গল্প। যা দেখে হিন্দুত্ববাদীরা অভিযোগ তুলেছিলেন, দেশের আশ্রমের সংস্কৃতিকে কলুষিত করছে এই ওয়েব সিরিজ। যার জেরে অভিনেতা ববি দেওলকে রোষানলেও পড়তে হয়েছিল।
-
হিন্দু দেব-দেবীদের ছবি ব্যবহার করায় রোষানলে পড়তে হয়েছে হলিউড তারকাদেরও। বছর খানেক আগে মা কালীর বিধ্বংসী অবতারের ছবি পোস্ট করে কেটি পেরি লিখেছিলেন- ‘আমার এখনকার মেজাজ।’ যা দেখে নিন্দার ঝড় বয়ে গিয়েছিল নেটদুনিয়ায়।
-
‘ওম’ লেখা কানের দুল পরে বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল কিম কার্দাশিয়ানকে। অভিযোগ উঠেছিল, তিনি হিন্দুধর্মকে অপমান করেছেন।
-
মা কালীর মুখ আঁকা জ্যাকেট পরে বিতর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও।
