বড়দিনের আনন্দে মেতে সকলেই। বছর শেষের এই দিনটিতে উচ্ছ্বাসের চিত্র সর্বত্রই। তেমনি পিছিয়ে নেই বলি তারকারাও। তাঁরা কেমন করে আনন্দ করছেন এদিন, দেখে নিন।
ক্রিসমাস ট্রি, হাল্কা ডেকোরেশন সঙ্গে সান্তা টুপি- ক্রিসমাসে বাড়ি বসেই ধ্যানমগ্ন অভিনেত্রী শিল্পা শেটি। উৎসবের মরশুমে মুখে হাসি কিন্তু পরিস্ফুট শিল্পার।
একায় নয়, যুগলে! স্বামী জাভেদ আখতারের সঙ্গেই ক্রিসমাস উদযাপন অভিনেত্রী সাবানা আজমির। এবার বাড়ি বসেই সেলিব্রেশন। মাথায় ফ্যান্সি টুপি আর শীত পোশাকে জমজমাট ক্রিসমাস।
পাতউদি প্যালেসে সদলবলে সোহা আলি খান। সঙ্গী হয়েছেন কুণাল খেমু এবং মেয়ে ইনায়া। পরনে নাইট সুট, চশমা এবং নানান হেডব্যান্ডে ক্রিসমাস জমে ক্ষীর!
কোভিড থেকে সুস্থ হচ্ছেন বেবো। অ্যানিমেটেড পোস্টার দিয়েই ক্রিসমাসের বার্তা দিয়েছেন তিনি। আপাতত বাড়িতেই। ছোট্ট একটি স্নো গ্লোব - তাঁর অন্দরেই সইফ আলি খান, দুই পুত্র তৈমুর এবং জেহ কে নিয়ে ক্রিসমাস উদযাপন তাঁর। আপাতত বাড়িতেই রয়েছেন করিনা।
মাঝখানে সান্তা, দুইপাশে বিরাট এবং অনুস্কা। শীতের দেশে তাকে জড়িয়েই বসে আছেন দুজনে। বিরাটের ক্রিসমাস কাছের মানুষদের নিয়েই পরিপূর্ণ।
লাল সান্তা মোজা, চোখে মুখে উৎসবের আমেজ। হাল্কা মেকআপ, এবং রিচা চাডার ক্রিসমাস আনন্দে ভরপুর।
অভিনেত্রী নিতু কাপুর ক্রিসমাসে ব্যাস্ত স্বজন দের নিয়েই। আলিয়া ভাট এবং অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে মেতেছেন উৎসবে।
বাদ নেই পুত্র রনবীর কাপুর। ছেলের সঙ্গে একটি মিষ্টি সেলফি পোস্ট করেই জানিয়েছেন সুন্দর মুহূর্তের কথা
পরিবারের সঙ্গে ক্রিসমাস উদযাপন মালাইকা অরোরার। বাবা মা বোন, এবং পুত্র আরহান কে নিয়ে হাসি ঠাট্টায় ক্রিসমাস উপভোগ করছেন তিনি।
পরিবারের দুই ক্ষুদে সদস্যর সঙ্গেই লাল পোশাকে ক্রিসমাস উদযাপন নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদীর। ছেলে এবং মেয়ের সঙ্গে নিদারুণ সময় কাটাচ্ছেন তাঁরা।
চারিপাশে বেলুন, কমলা পোশাক আর মিষ্টি হাসিতেই ক্রিসমাস জমে ক্ষীর জেনেলিয়া দেশমুখের। বাড়ি বসেই উৎসবের আমেজে জেনি।
ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে বছর শেষের আগে উল্লাস কিয়ারার। লাল পোশাক আর সেলিব্রেশন মোডে উৎফুল্ল তিনি।
সহ অভিনেত্রী ভূমি পেডনেকর এর সঙ্গে ক্রিসমাস উদযাপন রাজকুমার রাওয়ের। সান্তা টুপি পড়েই দিব্য হাসি মজায় মেতেছেন দুই বন্ধু।