আমির খানের সঙ্গে দুটি ছবিতে অভিনয়, CID থেকে জনপ্রিয় হন, দীনেশ ফড়নিস একজন লেখকও ছিলেন

দীনেশ আমিরের ব্লকবাস্টার চলচ্চিত্র সরফরোশে ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং মেলায় একটি ছোট চরিত্রে দেখা গিয়েছিল। দীনেশ ২০০১ সালে অফিসার ছবিতেও অভিনয় করেছিলেন।

দীনেশ আমিরের ব্লকবাস্টার চলচ্চিত্র সরফরোশে ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং মেলায় একটি ছোট চরিত্রে দেখা গিয়েছিল। দীনেশ ২০০১ সালে অফিসার ছবিতেও অভিনয় করেছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Dinesh Fadnis CID Actor Death | CID fame Dinesh Fadnis

দীনেশ ফাদনিসের মৃত্যু: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দীনেশ ফদনিস মারা গেছেন। তার বয়স ছিল 57 বছর। দীনেশের মৃত্যুর কারণ একাধিক অঙ্গ ব্যর্থতা বলে জানা গেছে। সনি টিভির জনপ্রিয় অনুষ্ঠান সিআইডি-তে ফ্রেডরিক চরিত্রের মাধ্যমে দীনেশ ফাডনিস বিখ্যাত হয়েছিলেন।

bollywood CID Entertainment News Dinesh Fadnis