/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/js-cid-dINESH-fADNIS-dEATH.jpg)
দীনেশ ফাদনিসের মৃত্যু: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দীনেশ ফদনিস মারা গেছেন। তার বয়স ছিল 57 বছর। দীনেশের মৃত্যুর কারণ একাধিক অঙ্গ ব্যর্থতা বলে জানা গেছে। সনি টিভির জনপ্রিয় অনুষ্ঠান সিআইডি-তে ফ্রেডরিক চরিত্রের মাধ্যমে দীনেশ ফাডনিস বিখ্যাত হয়েছিলেন।
দীনেশ আমিরের ব্লকবাস্টার চলচ্চিত্র সরফরোশে ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং মেলায় একটি ছোট চরিত্রে দেখা গিয়েছিল। দীনেশ ২০০১ সালে অফিসার ছবিতেও অভিনয় করেছিলেন।
দীনেশ ফাদনিসের মৃত্যু: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দীনেশ ফদনিস মারা গেছেন। তার বয়স ছিল 57 বছর। দীনেশের মৃত্যুর কারণ একাধিক অঙ্গ ব্যর্থতা বলে জানা গেছে। সনি টিভির জনপ্রিয় অনুষ্ঠান সিআইডি-তে ফ্রেডরিক চরিত্রের মাধ্যমে দীনেশ ফাডনিস বিখ্যাত হয়েছিলেন।