-
আলোচনায় রয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি।
দাবিত্যাগ: এই লেখাটি অনুবাদ করা হয়েছে। মূল বাক্য খুঁজে পাবেন এখানে
-
আজ ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি
-
তবে প্রদর্শনীর আগেই তোলপাড় সৃষ্টি করেছে এই ছবির গল্প।
-
কেউ কেউ ছবিটি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।
-
অন্যদিকে এই ছবির জন্য অভিনয়শিল্পীরা যে পারিশ্রমিক পেয়েছেন তা নিয়েও আলোচনা হচ্ছে।
-
ছবিটির অভিনয়শিল্পীরা বিপুল পারিশ্রমিক পেয়েছেন।
-
সর্বোচ্চ পারিশ্রমিক দিয়েছেন আদা শর্মা।
-
শোবিজগালোরের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদা ছবিটির জন্য এক কোটি টাকা নিয়েছেন।
-
এ ছাড়া যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদ্রানি প্রত্যেকে ৩০ লাখ টাকা চার্জ করেছেন।
-
এছাড়াও বিজয় কৃষ্ণ ২৫ লক্ষ টাকা পেয়েছেন। প্রণয় পাচৌরি এই ছবির জন্য ২০ লাখ টাকা চার্জ করেছেন
-
এই ছবির জন্য ১৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন প্রণব মিশ্র।
দাবিত্যাগ: এই লেখাটি অনুবাদ করা হয়েছে। মূল বাক্য খুঁজে পাবেন এখানে
