New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/crisscross-final-feature.jpg)
পাঁচটি মেয়ের জীবনকাহিনি একটি ছবিতে বুনেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত
পাঁচজনই প্রথম সারির অভিনেত্রী। হার্ডরক ক্যাফেতে লঞ্চ হল ছবির ট্রেলার। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। পাঁচটি মেয়ের জীবনকাহিনি একটি ছবিতে বুনেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত।কখনও লড়াই, কখনও আপোস! সব মিলিয়ে মুক্তি পেল ‘ক্রিসক্রস’ ছবির ট্রেলার। মেহেরের চরিত্রে দেখা যাবে নুসরত জাহানকে।মেহেরের আকাঙ্ক্ষা অভিনেত্রী হওয়ার। সুজি আবার সিঙ্গল মাদার, তবে আরও একটা গুণ আছে। দারুণ ছবি আঁকে সে। সুজির চরিত্রে থাকছেন প্রিয়াঙ্কা সরকার। ট্রেলার লঞ্চে খোশ মেজাজে পাওয়া গেল প্রিয়াঙ্কা সরকার ও পর্দার মিস সেন অর্থাৎ জয়া আহসানকে। স্বাধীনচেতা সাংবাদিক ইরা, ছবিতে ইরার ভূমিকায় মিমি চক্রবর্তী। ‘ক্রিসক্রস’ ছবিতে মিস সেনের ভূমিকায় জয়া আহসান। ছবিতে এই পাঁচজন ছাড়াও দেখা যাবে উর্না চরিত্রে ঋদ্ধিমা ঘোষ, অর্জুন চক্রবর্তী, অম্বরিশ ভট্টাচার্য ও আরও অনেকে। আগামী ১০ অগাস্ট মুক্তি পাচ্ছে ক্রিসক্রস। গতবছর পুজোর আগেই মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্তর ‘সব ভূতুড়ে’, আর এবার অগাস্টে বড়পর্দায় আসছে ‘ক্রিসক্রস’। স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাস অবলম্বনে এই ছবি।