New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/deepika-ranveer-anniversary-759.jpg)
প্রথম বিবাহ বার্ষিকীতে তিরুপতি মন্দিতে আর্শীবাদ নিতে গেলেন রণবীর-দীপিকা।
প্রথম বিবাহ বার্ষিকীতে তিরুপতি মন্দিতে আর্শীবাদ নিতে গেলেন রণবীর-দীপিকা। ফোটো- টুইটার ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে সাতপাকে বাঁধা পড়েছিলেন দীপিকা-রণবীর। ফোটো- টুইটার কোঙ্কনি মতে চারহাত এক হয়েছিল তাদের। ফোটো- টুইটার সেখানেই শেষ হয়নি, পরদিন অর্থাৎ ১৫ নভেম্বর সিন্ধি মতেও বিয়ে করেন দুজনে। ফোটো- টুইটার সঞ্জয় লীলা বনশালীর ছবি গলিও কি রাসলীলা রাম-লীলা ছবির শুটিংয়েই শুরু প্রেম। ফোটো- টুইটার বর্তমানে কপিল দেবের বায়োপিকে একসঙ্গে কাজ করছেন তারা। ফোটো- টুইটার ফোটো- টুইটার ফোটো- টুইটার ফোটো- টুইটার ফোটো- টুইটার