অভিনেতা রণবীর কাপুর আজআলিয়া ভাট এবং রণবীর কাপুর গত বছর ১৪ এপ্রিল, ২০২২-এ গাঁটছড়া বাঁধেন।দুজনের বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।কিন্তু বিয়ের আগে অনেক অভিনেত্রীর সঙ্গেই রণবীরের নাম জড়িয়ে যায়।প্রথমে অভিনেত্রী সোনম কাপুরের সঙ্গে রণবীর কাপুরের নাম জড়িয়েছিল।দুজনেরই বলিউডে অভিষেক হয় 'সাওয়ারিয়া' ছবির মাধ্যমে।এই ছবির সেটেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। রণবীর ও সোনম একে অপরকে কিছুদিন ডেট করলেও শীঘ্রই তাদের বিচ্ছেদ ঘটে।রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। একসময় এই জুটি বলিউডে জনপ্রিয় ছিল। কিছু প্রতিবেদন অনুসারে, রণবীরের জীবনে ক্যাটরিনা কাইফের প্রবেশ দীপিকা এবং তার সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে এবং উভয়েই আলাদা হয়ে যায়। 'আজব প্রেম কি গজব কাহানি'-এর সেটে দেখা হয়েছিল রণবীর ও ক্যাটরিনার।এই ছবির সেটেই দুজনেই একে অপরের প্রেমে পড়েন। দুজনে একে অপরকে বিয়ে করবেন বলে আলোচনা চলছিল, হঠাৎ করেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।একসময় অভিনেত্রী নার্গিস ফাখরির সঙ্গে রণবীর কাপুরের নাম জড়িয়েছিল। দুজনেই একসঙ্গে কাজ করেছিলেন 'রকস্টার' ছবিতে। এই ছবির সেট থেকেই রণবীর ও নার্গিস একে অপরকে ডেট করতে শুরু করেন। শুধু তাই নয়, নার্গিসের জন্যই ক্যাটরিনার সঙ্গে রণবীরের সম্পর্ক ভেঙে যায় বলেও শোনা যাচ্ছে।বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও ডেট করেছেন রণবীর কাপুর। 'অনজানা অনজানি' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুজনেই। রণবীর ও প্রিয়াঙ্কার সম্পর্ক বেশিদিন টেকেনি। কিছুক্ষণ পর দুজনেই একে অপরের থেকে আলাদা হয়ে যায়। দক্ষিণী অভিনেত্রী শ্রুতি হাসান ও রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে একসময় অনেক কথা হয়। একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন দুজনেই।তাঁদের সম্পর্ক বলিউডে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল কিন্তু রণবীর বা শ্রুতি কেউই এই সম্পর্ক নিয়ে মন্তব্য করেননি। বলিউডে ডেবিউ করার আগে অবন্তিকার সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক ছিল। কিন্তু পরে কোনো এক কারণে দুজনেরই বিচ্ছেদ ঘটে। (ছবি সৌজন্যে- সোশ্যাল মিডিয়া)