বাবা প্রকাশ পাড়ুকোনকে নিয়ে ভগবান বালাজির দুয়ারে দীপিকা
সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে বিচারকের আসনে বাজিমাত করেছেন দীপিকা পাড়ুকোন। দেশে ফিরেই এবার দেশি মেজাজে অভিনেত্রী।শুক্রবার বাবা প্রকাশ পাড়ুকোনের জন্মদিনে গেলেন তিরুপতি দর্শনে। বাবাকে সঙ্গে নিয়েই ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দেন দীপিকা পাড়ুকোন।শুক্রবার প্রকাশ পাড়ুকোন ৬৭তে পা দিলেন। আর বাবার জীবনের এই বিশেষ দিনে কাজের ব্যস্ততা ছেড়ে সোজা বেঙ্গালুরুর বাড়িতে পৌঁছে গিয়েছেন দীপিকা।প্রসঙ্গত, দীপিকার পরিবার তিরুপতিকে ভীষণ মানেন। যে কোনও শুভ কাজের আগেই সেখানে পুজো দিয়ে আসেন পাড়ুকোন পরিবার। প্রকাশের জন্মদিনেও তার অন্যথা হল না। এদিন বাবা প্রকাশের পাশাপাশি দীপিকার সঙ্গে তিরুপতি মন্দির চত্বরে দেখা গেল তাঁর মা এবং বোন অনিশাকেও।দীপিকাকে দেখেই মন্দির চত্বরে জমায়েত। একঝলক বলিউড সুন্দরীকে কাছ থেকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন অনেকেই। তবে পুলিশি পাহাড়া ছিল কড়া।পরনে সাদা সালোয়ার। মুখে মাস্ক। গায়ে জড়ানো চেরি রঙের সিল্কের শাল। মেকআপের লেশমাত্র নেই।এর আগে 'পদ্মাবত' রিলিজের আগেও এত আইনি ঝামেলা, হুমকির মুখে পড়তে হয়েছিল দীপিকাকে যে, বন্ধপ ফারহা খানকে নিয়ে তিরুপতির মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন অভিনেত্রী।এমনকী, বিয়ের পরই গোটা পরিবার ও স্বামী রণবীর সিংকে নিয়ে তিরুপতি দর্শন সেরে এসেছিলেন দীপিকা পাড়ুোকোন। নবদম্পতির সেই ছবিও ভাইরাল হয়েছিল দাবানল গতিতে।