সিনেমা-টিনেমা Photos 'শুদ্ধ দেশি' দীপিকা, কান-এর রেড কার্পেটে নজর কাড়লেন অভিনেত্রী, দেখুন ফটো অ্যালবাম সব্যসাচী থেকে লুই ভিতোঁ, বিশ্বখ্যাত ডিজাইনাররা সাজালেন দীপিকা পাড়ুকোনকে। Written by Sandipta Bhanja সব্যসাচী থেকে লুই ভিতোঁ, বিশ্বখ্যাত ডিজাইনাররা সাজালেন দীপিকা পাড়ুকোনকে। Sandipta Bhanja 19 May 2022 20:42 IST Follow Us New Update কান ফিল্ম ফেস্টিভ্যালে দীপিকা পাড়ুকোনের লুক হলিউডের বড় তারকাদেরও টেক্কা দিয়ে এবার কান ফিল্ম ফেস্টিভ্যালের ‘বিচারক’ দীপিকা পাড়ুকোন। লাস্যময়ী দীপিকার রূপের ঝলকে যেন ম্লান অন্য তারকাদের উপস্থিতি। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে নতুন দায়িত্ব দীপিকার। মোট ৯ জন জুরি সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। কান ফিল্ম ফেস্টিভ্যালে বিচারকের দায়িত্ব সামলানোর জন্য গত ১৬ মে-ই উড়ে গিয়েছেন ফ্রান্সের রিভেরা শহরে। সব্যসাচী থেকে লুই ভিতোঁ, বিশ্বখ্যাত ডিজাইনাররা সাজালেন দীপিকা পাড়ুকোনকে। সম্প্রতি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁ-র অ্যাম্বাসাডর হিসেবে দীপিকা পাড়ুকোনের নাম ঘোষণা করা হয়। শাড়ির পাশাপাশি, পশ্চিমী পোশাকেও অনন্য দীপিকা। কেয়ারলেস হেয়ার, গলায় ভারী নেকপিস। ভারতীয় অভিনেত্রীর রূপে ঘায়েল হয়েছেন অনেকেই। প্রসঙ্গত, ২০১০ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে প্রথমবারের জন্য পা রাখেন দীপিকা পাড়ুকোন। এরপর ২০১৭ সাল থেকে প্রতিবার কানের রেড কার্পেটে নজর কেড়েছে ‘বলিউড মস্তানি’র উপস্থিতি। ২০১৮-১৯ সালেও অভিনেত্রীর কান-লুক আগুন ঝরিয়েছে নেটদুনিয়ায়। শুধু তাই নয়, ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকেও সেজেছিলেন তিনি। কালো-সোনালি রঙের ঝকঝকে শাড়ি সঙ্গে অফ শোল্ডার কালো ব্লাউজ পরনে দীপিকার দিক থেকে চোখ ফেরানো ছিল দায়! শাড়ির সঙ্গে মানানসই পাথরের কারুকার্য করা হেয়ারব্যান্ড ও ঝুমকাও বেছে নেন তিনি। পৌঁছেই ভিনসেন্ট লিন্ডন আসগর ফারহাদি, সুইডিশ নায়িকা নুমি রাপাস, ব্রিটিশ লেখিকা, পরিচালক তথা অভিনেত্রী রেবেকা হল, ইটালিয়ান অভিনেতা পরিচালক জাসমিন ট্রিঙ্কা, মার্কিনী সিনে-পরিচালক জেফ নিকোলাস, নরওয়ের পরিচালক জোয়াকিম ট্রিয়ার, ফরাসি ডিরেক্টর লাডো লি-দের সঙ্গে নৈশভোজ সারেন তিনি। সেই তারকাখচিত নৈশভোজের টেবিলেই নজর কাড়েন লুই ভিতোঁর পোশাকে নজর কাড়েন দীপিকা। bollywood Cannes Film Festival deepika padukone hollywood Entertainment News Celeb Fashion Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন