-
হলিউডের বড় তারকাদেরও টেক্কা দিয়ে এবার কান ফিল্ম ফেস্টিভ্যালের ‘বিচারক’ দীপিকা পাড়ুকোন।
-
লাস্যময়ী দীপিকার রূপের ঝলকে যেন ম্লান অন্য তারকাদের উপস্থিতি। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে নতুন দায়িত্ব দীপিকার। মোট ৯ জন জুরি সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন।
-
কান ফিল্ম ফেস্টিভ্যালে বিচারকের দায়িত্ব সামলানোর জন্য গত ১৬ মে-ই উড়ে গিয়েছেন ফ্রান্সের রিভেরা শহরে।
-
সব্যসাচী থেকে লুই ভিতোঁ, বিশ্বখ্যাত ডিজাইনাররা সাজালেন দীপিকা পাড়ুকোনকে। সম্প্রতি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁ-র অ্যাম্বাসাডর হিসেবে দীপিকা পাড়ুকোনের নাম ঘোষণা করা হয়।
-
শাড়ির পাশাপাশি, পশ্চিমী পোশাকেও অনন্য দীপিকা। কেয়ারলেস হেয়ার, গলায় ভারী নেকপিস। ভারতীয় অভিনেত্রীর রূপে ঘায়েল হয়েছেন অনেকেই।
-
প্রসঙ্গত, ২০১০ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে প্রথমবারের জন্য পা রাখেন দীপিকা পাড়ুকোন। এরপর ২০১৭ সাল থেকে প্রতিবার কানের রেড কার্পেটে নজর কেড়েছে ‘বলিউড মস্তানি’র উপস্থিতি। ২০১৮-১৯ সালেও অভিনেত্রীর কান-লুক আগুন ঝরিয়েছে নেটদুনিয়ায়।
-
শুধু তাই নয়, ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকেও সেজেছিলেন তিনি।
-
কালো-সোনালি রঙের ঝকঝকে শাড়ি সঙ্গে অফ শোল্ডার কালো ব্লাউজ পরনে দীপিকার দিক থেকে চোখ ফেরানো ছিল দায়!
-
শাড়ির সঙ্গে মানানসই পাথরের কারুকার্য করা হেয়ারব্যান্ড ও ঝুমকাও বেছে নেন তিনি।
-
পৌঁছেই ভিনসেন্ট লিন্ডন আসগর ফারহাদি, সুইডিশ নায়িকা নুমি রাপাস, ব্রিটিশ লেখিকা, পরিচালক তথা অভিনেত্রী রেবেকা হল, ইটালিয়ান অভিনেতা পরিচালক জাসমিন ট্রিঙ্কা, মার্কিনী সিনে-পরিচালক জেফ নিকোলাস, নরওয়ের পরিচালক জোয়াকিম ট্রিয়ার, ফরাসি ডিরেক্টর লাডো লি-দের সঙ্গে নৈশভোজ সারেন তিনি।
-
সেই তারকাখচিত নৈশভোজের টেবিলেই নজর কাড়েন লুই ভিতোঁর পোশাকে নজর কাড়েন দীপিকা।
‘শুদ্ধ দেশি’ দীপিকা, কান-এর রেড কার্পেটে নজর কাড়লেন অভিনেত্রী, দেখুন ফটো অ্যালবাম
সব্যসাচী থেকে লুই ভিতোঁ, বিশ্বখ্যাত ডিজাইনাররা সাজালেন দীপিকা পাড়ুকোনকে।
Web Title: Deepika padukones cannes film festival look