গতকাল ৮ আগস্ট ছিল বাবার জন্মদিন। প্রতিক্ষেত্রে দেব জানিয়ে আসে তাঁর বাবাকে অনুসরণ করেই জীবনের পথের পথিক অভিনেতা।
তুমিই আমার হিরো , আমার অনুপ্রেরণা এই ক্যাপশনেই বাবার জন্মদিন পালনের ছবি শেয়ার করলেন দেব।
ছবিতে দেখা যাচ্ছে, ছেলে মেয়েকে নিয়ে কেক কাটছেন বাবা গুরুপদ অধিকারী। জানা যায়, ‘টলি টেলস’ নামে অভিজাত এক রেস্তরাঁর কর্ণধার তিনি। পাশাপাশি ছেলের দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস সামলাচ্ছেন গুরুদেব বাবু।
একটি ছবিতে 'বাপ-বেটা'র একই পোজ।
সম্প্রতি রামমন্দির তৈরি করা নিয়ে প্রশ্ন তোলেন দেব। এই অতিমারীর সময় রাম মন্দির নিয়ে আড়ম্বরের যৌক্তিকতা কী? যো কোনও বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, তোমার কী চাই? করোনার ভ্যাকসিন না রামমন্দির সেও বলে দেবে কোনটা প্রয়োজন"।