-
প্রস্তুতিতে দেব, ফুটবলের ট্রেনিং দিচ্ছেন বাইচুং ভুটিয়া, রয়েছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দেখুন সেই ছবি।
-
পরবর্তী ছবিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় দেখা যাবে অভিনেতা দেবকে।সেই কারণেই প্রস্তুতি শুরু করেছেন দেব।
-
রবিবার সকালে শহরের ফুটবল গ্রাউন্ডে হাজির হয়েছিলেন দেব, ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং বাইচুং ভুটিয়া।
-
‘আমাজন অভিযান’-এর পর আবার ভেঙ্কটেশের সঙ্গে জুটি বাঁধছেন দেব। যাত্রা হবে ইতিহাসের পথ ধরে চিত্রনাট্যের গহ্বরে, একথা আগেই প্রকাশ্যে এসেছে।
-
জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে শুটিং। ব্যস্ততা যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।ইতিমধ্যেই ওয়ার্কশপ শুরু করেছেন তিনি।
-
দেবের সঙ্গে এসফিএফের বিতর্কের বরফ গলল ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই। সিনেমার শর্ত মেনে গল্প বলবেন ধ্রুব।
-
শুটিং হবে কলকাতা ও শহরতলীতে। এই পিরিয়ড ছবির নাম গোলন্দাজ।
-
বাইচুং ভুটিয়ার তত্ত্বাবধানে ফুটবল প্র্যাকটিসে দেব।
-
দেবের সিনেমার কেরিয়ারে স্পোর্টস ছবি রয়েছে। এর আগে ‘লে ছক্কা’ ও ‘চ্যাম্প’ যথাক্রমে ক্রিকেট ও বক্সিংকে বড়পর্দায় নিয়ে এসেছে তিনি। এবার ফুটবলের পালা।
-
অদম্য দেব। ফোটো- দেবের ইনস্টাগ্রাম সৌজন্যে
দেব-এর ফুটবল অনুশীলন, কোচ বাইচুং ভুটিয়া
ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকাতেই বড়পর্দায় আসছে দেব। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির তৈয়ারি শুরু করে দিয়েছেন তিনি। দেখে নিন ফোটো।
Web Title: Dev practicing with bhaichung bhutia for his next