
দেখতে দেখতে ২৫ বছর হয়ে গেল রাজ-সিমরানের সেই প্রেমকাহিনী-‘দিলওয়ালে দুলহেনিয়া লে জায়ঙ্গে’। ১৯৯৫ সালের আজকের দিনেই মুক্তি পেয়েছিল যশরাজ ব্য়ানারের এই ছবি। আর তারপর? তৈরি হল নয়া ইতিহাস। এ ছবি ঘিরে উন্মাদনা আজও অটুট। শাহরুখ-কাজলের জুটির এ ছবি ঘিরে এমন অনেক কথাই রয়েছে, যা হয়তো আপনার জানা নেই। একনজরে জেনে নিন, এমন অনেক অজানা তথ্য়।

জানেন কি, ডিডিএলজে ছবির নায়ক হিসেবে শাহরুখ খানকে কিন্তু প্রথমে ভাবেননি পরিচালক আদিত্য় চোপড়া। বলিউডে এ ছবির হাত ধরে হলিউড নায়ক টম ক্রুজকে ডেবিউ করাতে চেয়েছিলেন যশরাজ-পুত্র। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস আর্কাইভ।

জানেন, ছবির নাম কী হবে, তার প্রস্তাব দিয়েছিলেন অভিনেত্রী কিরণ খের। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস আর্কাইভ।

‘পলট’ দৃশ্য়টি নিশ্চয়ই আপনার মনে আছে। সেই ঘাড় ঘুরিয়ে শাহরুখের চাহনি। হ্য়াঁ, এ দৃশ্য়টি ক্লিন্ট ইস্টউডের ‘ইন দ্য় লাইন অফ ফায়ার’ ছবি থেকে অনুপ্রাণিত। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস আর্কাইভ।

রাজের চরিত্রটি সইফ আলি খানকেও অফার করা হয়েছিল। তবে, রাজের চরিত্রে শাহরুখের দুরন্ত রোম্য়ান্সে আজও বুঁদ সিনেপ্রেমীরা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস আর্কাইভ।


জানেন, ডিডিএলজে-র কাহিনী লিখতে মাত্র ১ মাস সময় লেগেছিল আদিত্য় চোপড়ার। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস আর্কাইভ।

সেই আইকনিক দৃশ্য়। এ ছবিতে শাহরুখ খান নাকি প্রথমে অভিনয় করতেই চাননি। তারপর নাকি অনেক বোঝানোর পর কিং খানকে রাজি করিয়েছিলেন আদিত্য়। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস আর্কাইভ।

‘মেহেন্দি লগা কে রাখনা’- আজও বিয়েবাড়িতে এ গানের জুরি মেলা ভার। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস আর্কাইভ।
