প্রভু দেবার প্রেম জীবন সম্পর্কে জানুন (লোকসত্তা গ্রাফিক্স টিমের ছবি)
প্রভু দেবার দ্বিতীয় স্ত্রী হিমানি সিং সম্প্রতি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।৫০ বছর বয়সে আবার বাবা হয়েছেন প্রভু দেবা।কেরিয়ারের মতো প্রভুদেবার ব্যক্তিগত জীবনও সবসময় আলোচনায় থাকে।প্রভু দেবার প্রথম বিয়ে হয় ১৯৯৫ সালে রামলাথ ওরফে লতার সঙ্গে।দুজনের তিন সন্তান ছিল বিশাল, ঋষি রাঘবেন্দ্র দেবা এবং অদিত দেবা।২০০৮ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান বিশাল।২০১০ সালে, প্রভু দেবা নয়নতারার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন।নয়নতারা ও প্রভু দেবা বিয়ে করবেন বলেও কথা ছিল। বিষয়টি প্রভু দেবার স্ত্রী লতার কাছে পৌঁছলে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।প্রভু দেবা এবং তাঁর প্রথম স্ত্রী রামলাথ বিয়ের ১৬ বছর পর ২০১১ সালে বিবাহবিচ্ছেদ করেন।অন্যদিকে নয়নতারার সঙ্গে প্রভু দেবা তিন বছর ধরে সম্পর্কে ছিলেন।কিন্তু ২০১২ সালে তাদের বিচ্ছেদ ঘটে।২০২০ সালে, লর্ড আবার, ফিজিওথেরাপিস্ট ডা. হিমানি সিংকে বিয়ে করেন।পিঠে ব্যথার অভিযোগ করার পর প্রভু দেবা ফিজিও সেশনে যোগ দিতে গেলে দুজনের দেখা হয়।হিমানি সিং প্রভু দেবার চিকিৎসা করছিলেন। এদিকে দুজনেই একে অপরের প্রেমে পড়ে যাযন।২০২০ সালে, প্রভু দেবা গোপনে হিমানির সাথে গাঁটছড়া বাঁধেন