দীপাবলি (Diwali 2021) মানেই আলোর উৎসব। ছুটির মেজাজে তারকারা। পরিবার-পরিজন, বন্ধুদের নিয়ে মেতেছেন কালীপুজোয়। আর উৎসব মানেই তো নতুন পোশাক, নতুন সাজ। ট্রেন্ডে গা ভাসিয়ে না সাবেকি সাজেই বাজিমাত করবেন টলিউডের নায়িকারা? সেটা দেখার অপেক্ষাতেই থাকেন অনুরাগীরা। তবে টলিউডের নায়িকারা কিন্তু সাবেকি সাজকেই প্রাধান্য দিয়েছেন। কেউ বেছে নিয়েছেন শাড়ি, আবার কেউ বা লেহেঙ্গা। আজ শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কোয়েল মল্লিক থেকে মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, ইশা-সোহিনীরা তাঁদের দীপাবলি সাজে একপ্রকার আগুন ধরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ছবি।
-
প্রথমেই আসা যাক মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) কথায়। লাল লেহেঙ্গা তার সঙ্গে সাদা রঙের মিরর ওয়ার্ক করা ব্লাউজ বেছে নিয়েছেন দিওয়ালির জন্য। সঙ্গে মানানসই গয়না।
-
শুভশ্রীকে (Subhashree Ganguly) দেখা গেল একেবারে লাল লেহেঙ্গা-চোলিতে। কপালে মাংটিকা, কানে-গলায় ভারী গয়না। মাথায় গোলাপের গজরা। দিব্যি মানিয়েছে রাজ-ঘরনিকে।
-
কোয়েল (Koel Mallick) অবশ্য দিওয়ালি লুকের জন্য বেছে নিয়েছেন শাড়ি। লাল রঙের ওপর সোনালি সুতো দিয়ে ভারী কাজ করা শাড়িতে সেজেছেন তিনি। খোলা চুল। প্রদীপ সাজিয়ে অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানাতে দেখা গেল নায়িকাকে।
-
তনুশ্রী চক্রবর্তীও (Tanushree Chakraborty) কমলা রঙের লেহেঙ্গায় সেজেছেন। হাতে পুজোর থালা। এভাবেই অনুরাগীদের শুভেচ্ছা জানালেন অনুরাগীদের।
-
ঘরোয়া সাজে ধরা দিলেন পাওলি দাম (Paoli Dam)।
-
ইশা সাহাকে (Isha Saha) দেখা গেল সবুজ রঙের শাড়িতে। তবে আদ্যোপান্ত মারাঠি সাজে। নাকে মারাঠি নথও পরেছেন।
-
সোহিনী সরকার (Sohini Sarkar) বেছে নিয়েছেন সোনালি রঙের সুতোর কাজ করা শাড়ি। ঘটি হাতা লাল রঙের ব্লাউজ।