সিনেমা-টিনেমা Photos ফের নজরুল মঞ্চ মাতালেন KK, পুজোয় দারুণ চমক! দেখুন ছবিতে ছবিতে দুর্গাপুজোর মণ্ডপে দারুণ চমক! কোথায়? জেনে নিন ১ ক্লিকে। Written by Sandipta Bhanja দুর্গাপুজোর মণ্ডপে দারুণ চমক! কোথায়? জেনে নিন ১ ক্লিকে। Sandipta Bhanja 30 Sep 2022 18:17 IST Follow Us New Update কলকাতার পুজোয় কেকে-কে অভিনব শ্রদ্ধার্ঘ্য কবিরাজ বাগানে কেকে! দুর্গাপুজোয় গায়ককে অভিনব শ্রদ্ধার্ঘ্য পুজো কমিটির। (এক্সপ্রেস ফটো- পার্থ পাল) এবার তাঁদের দুর্গা পুজোর থিম- সঙ্গীত শিল্পী কেকে ও নজরুলমঞ্চ। (এক্সপ্রেস ফটো- পার্থ পাল) আগেভাগেই পুজো কমিটির তরফে সেকথা জানানো হয়েছিল। তবে এবার শিল্পীর হাতেকলমে ফুটে উঠল থিম- কেকে ও নজরুলমঞ্চ। (এক্সপ্রেস ফটো- পার্থ পাল) উত্তর কলকাতার কবিরাজ বাগান শারদোৎসবের দুর্গামণ্ডপ ফুটে উঠল নজরুল মঞ্চের আদলে। (এক্সপ্রেস ফটো- পার্থ পাল) মণ্ডপে কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র মূর্তি। বাজছে তাঁর গাওয়া অসংখ্য জনপ্রিয় গান। (এক্সপ্রেস ফটো- পার্থ পাল) কবিরাজ বাগান শারদোৎসবের দুর্গামণ্ডপে এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে নজরুল মঞ্চে কেকে-র শেষ স্টেজ শো-টিও। (এক্সপ্রেস ফটো- পার্থ পাল) কেন হঠাৎ এই থিম? কবিরাজ বাগান শারোদৎসবের কমিটির প্রধান অমল চক্রবর্তী জানিয়েছেন এই ভাবনার নেপথ্যের কারণ। (এক্সপ্রেস ফটো- পার্থ পাল) অমলবাবু জানান, "আমি ৩১ মে-র অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম। কিন্তু যেতে পারিনি। কেকে দারুণ গান গেয়েছেন বলে শুনেছি। তারপরই তাঁর এমন পরিণতি হল।" সেই প্রেক্ষিতেই কেকে-র মতো মহান শিল্পীকে শ্রদ্ধা জানাতে পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে সঙ্গীত শিল্পী কেকে ও নজরুলমঞ্চকে। (এক্সপ্রেস ফটো- পার্থ পাল) কবিরাজ বাগান শারদোৎসবের দুর্গা প্রতিমা তৈরি করেছেন শিল্পী মন্টি পাল। গত ১ জুলাই রথের দিন হয়েছিল পুজো কমিটির খুঁটি পুজো। (এক্সপ্রেস ফটো- পার্থ পাল) bollywood kolkata news Entertainment News Singer KK Singer KK death durga puja 2022 Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন