New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/pujo-celeb-7659.jpg)
আরব সাগরের পাড় থেকে তিলোত্তমা, পুজোয় মাতলেন তারকারা।
মুম্বইয়ে পুজোয় মাতলেন কাজল, মা তনুজা ও বোন তনুশ্রী মুখোপাধ্যায়। ফোটো- ভারিন্দর চাওলা বালিগঞ্জের পুজো প্যান্ডেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সেলফি তুলতে মগ্ন নুসরক, পাশে বর নিখিল। ফোটো- ইনস্টাগ্রাম দুর্গা মূর্তিকে সঙ্গ করে সেলফি পরমব্রত-রুদ্রনীলের অর্থাৎ পর্দার ব্যোমকেশ-অজিত। ফোটো- ইনস্টাগ্রাম পুজো উদ্বোধনে অর্পিতা চট্টোপাধ্যায়। ফোটো- ইনস্টাগ্রাম পঞ্চমী থেকেই পুজোর প্রেমে মজলেন নুসরত জাহান, প্রেমিক নিখিল জৈন। ফোটো- ইনস্টাগ্রাম সাদা দিয়েই পুজোর শুরু করলেন মিমি চক্রবর্তী। ফোটো- ইনস্টাগ্রাম পরবিরারে সদস্যদের সঙ্গে ফ্রেমবন্দী কাজল, তনুজা। ফোটো- ভারিন্দর চাওলা পুজোয় মা দুর্গার সঙ্গে ছবি শেয়ার করে নস্টালজিয়ায় ভাসলেন প্রসেনজিৎ। ফোটো- ইনস্টাগ্রাম কাজল ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, পুজো শুরু... ষষ্ঠী। ফোটো- কাজলের ইনস্টাগ্রাম ষষ্ঠীর লুক শেয়ার করলেন সাংসদ। ফোটো- ইনস্টাগ্রাম সুস্মিতা সেনও শেয়ার করলেৈন পুজোর ছবি। ফোটো- ইনস্টাগ্রাম চারু আসপা সেন, বিয়ের পর প্রথম পুজোয়। ফোটো- ইনস্টাগ্রাম নুসরত জাহান ছবি শেয়ার করে লিখেছেন আমার নতুন জীবন, পুজো। ফোটো- ইনস্টাগ্রাম