-
অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও হাতেখড়ি করে ফেলেছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সম্প্রতি গোয়ায় আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় সলমন খান, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুরদের সঙ্গে মঞ্চ শেয়ার করেছেন। মাল্টিটেলেন্টেড এই অভিনেত্রীকে বলিউড ছবিতে যে মন্দ লাগবে না, অনুরাগীরা সেই আশাতেই বুক বেঁধেছেন।
-
সোশ্যাল মিডিয়ায় মধুমিতা সরকারের (Madhumita Sarkar) ফ্যান ফলোয়ারের সংখ্যা প্রথমসারির টলিউড অভিনেত্রীদের থেকে নেহাত কম নয়। উপরন্তু অভিনেত্রীর সোশ্যাল পোস্ট নিয়ে সর্বদাই শোরগোল। তাঁর মজার রিল-ভিডিও দেখতে বেজায় পছন্দ করেন অনুরাগীরা। টলিউডের এই মিষ্টি নায়িকাকে বলিউডের কোনও প্রজেক্টে দেখতে মুখিয়ে রয়েছেন ফ্যানেরা।
-
হইচই-এর একাধিক ওয়েব সিরিজে ছক্কা হাঁকিয়েছেন। গোলোন্দাজ-এ দেবের বিপরীতে অভিনয় করার পর এখন বড়পর্দায় একাধিক ছবি এখন ইশা সাহার (Isha Saha) ঝুলিতে। তাঁর মধ্যে দেব-প্রসেনজিতের ‘কাছের মানুষ’ও রয়েছে। যে কোনওরকম চরিত্রেই বেশ সাবলীল। টলিপাড়ার এই দক্ষ অভিনেত্রীকে কবে দেখা যাবে বলিউডে? মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
-
দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছেন দর্শনা বণিক (Darshana Banik)। সাউথ সুপারস্টার নাগার্জুনের সঙ্গে একটি ছবিতে স্ক্রিনস্পেস শেয়ার করেছেন সম্প্রতি। তবে টলিউডেও তাঁর নাম-ডাক নেহাত কম নয়! হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকটা প্রজেক্টের প্রস্তাব এখন তাঁর হাতে। কবে দেখা যাবে? তর সইছে না দর্শনা-অনুরাগীদের।
-
সোহিনী সরকার (Sohini Sarkar) অভিনীত মন্দার ওয়েব সিরিজ হইচই ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে। তাঁর এক্সপ্রেশন-ই যথেষ্ট! যে কোনও চরিত্রে বাজিমাত করার জন্য। এমন দক্ষ অভিনেত্রীকে বলিউড ছবিতে দেখার ইচ্ছে অনেকেই প্রকাশ করেছেন।
