New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/aishwarya-rai-bachchan-alia-bhatt-anushka-sharma-759.jpg)
পরিবারের সঙ্গে পার্টিতে প্রিয়াঙ্কা চোপড়া। রোকা থেকে ব্রাইডাল শাওয়ার সবই সেরে ফেলেছেন ইতিমধ্যেই। ব্যাচেলর পার্টিও হয়ে গেছে এই ফাঁকে। নিউ ইয়র্কের ট্রিফানি ব্লু বক্স ক্যাফেতে হয়েছে পিগির ব্রাইডাল শাওয়ার। ভিয়াজি সুপারহিটের পচারে প্রিটি জিন্টা। কারিনা কাপুর খান পেন্সিল স্কার্ট, ওয়ান সাইড অফ সোলডার ডটেড টপ পড়ে এসেছিলেন সিলভিয়া টেচেরাসি প্রেস কনফারেন্সে । সেলিব্রিটি স্টাইলিস্ট লক্ষ্মী লেহর তৈরি এই পোশাক। 'কফি উইথ করণ' টক শোতে উপস্থিত ছিলেন কাজল এবং অজয় দেবগন। তারই ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ২০১৮ সালে গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র দিবসে উপস্থিত জান্থবী কাপুর। আবি জানি সন্দীপ খোসলার ডিজাইনিংয়ের পোশাক পড়েছিলেন এদিন। ২০১৮ সালের লাক্স গোল্ডেন অ্যাওয়ার্ডে আলিয়া ভাট। এদিন তাকে নিতা বেনসাবুর পোশাকে দেখা গেছে তাকে।