New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/feature.jpg)
ফ্ল্যাট নম্বর ৬০৯-এর মিউজিক লঞ্চে হাজির আবির-তনুশ্রী-পূজারিনীরা
অরিন্দম ভট্টাচার্যের ছবি ‘ফ্ল্যাট নং ৬০৯’এর মিউজিক লঞ্চে উপস্থিত আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, পূজারিনী ঘোষ, অনুপম রায়, ইমন চক্রবর্তী, উজ্জয়ীনি ও তিমির বিশ্বাসরা। আবিরের সঙ্গে জুটি বেঁধে তনুশ্রী এবার 'ফ্ল্যাট নং ৬০৯’-এ। এদিন ছবির মিউজিক লঞ্চেও হাজির ছিলেন এই জুটি। দেখা গেল অভিনেত্রী পূজারিনীকেও। রাতুল শঙ্করের ভাবনায় অম্বরিশ মজুমদারের কথায় ও প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় অনবদ্য সঙ্গীত রচনা হয়েছে ছবির। নিজের সঙ্গীত পরিচালনার কাজ এত বেশি যে, দম ফেলার সময় নেই। তার মাঝের অন্যের পরিচালনায় এই ছবিতে গান গেয়েছেন অনুপম রায়। নতুন ফ্ল্যাটে আসার পর থেকেই তনুশ্রীর মনে হয় সব আশ্চর্য ঘটনা ঘটছে এখানে। তাই স্বামী আবিরের মনে সন্দেহ দানা বাঁধে, মানসিকভাবে অসুস্থ নন তো স্ত্রী? এই নিয়ে অরিন্দম ভট্টাচার্যের হরর ছবি ‘ফ্ল্যাট নং ৬০৯’ সদ্য নিজের সিঙ্গল বার করেছেন তিমির বিশ্বাস। তবে অন্য ধরনের গানে ছবির প্লে ব্যাকে তাঁর কন্ঠ পাওয়া গিয়েছে বারবার। এছবিও সেই তালিকাতেই। ফ্ল্যাট নম্বর ৬০৯ এ গান গেয়েছেন ইমন চক্রবর্তীও। বরাবর অনুপম-ইমন জুটি চমকে দিয়েছেন দর্শককে। অবশ্য এবার তার পরিচালক-গায়িকা নন। ম্যাজিক কতটা থাকল তা তো শ্রোতাই বলবে। ছবির গানে প্রেমের সঙ্গে জমিয়ে রয়েছে রোম্যান্সটাও। আর দর্শককে ভয় পাওয়ানোর দায়িত্ব কিছুটা নিয়েছেন পূজারিনীও। ছবির গান গেয়েছেন উজ্জয়িনীও। মিউজিক লঞ্চে এসে ধরা দিলেন ক্যামেরার সামনে। ছবিতে ইমন, অনুপম, উজ্জয়িনী ও তিমিরের কন্ঠে শোনা যাবে প্রমের গান। ছবিতে কাজ করতে পেরে খুশি তারা।