-
সামনেই প্রজাতন্ত্র দিবস, সেই উপলক্ষেই রিলিজ করতে চলেছে পরিচালক রাজকুমার সন্তোষীর ছবি ‘গান্ধী-গডসে, এক যুদ্ধ’। নাথুরাম গডসে মানেই ভারতের ইতিহাসে এক এমন নাম যিনি বহুল চর্চিত।
-
ছবিতে ফুটে উঠবে তৎকালীন ভারতীয় রাজনীতির নানান গল্প। তবে, টুইস্ট রয়েছে সাংঘাতিক। এক্ষেত্রে সম্পূর্ন গল্পকে উপস্থাপিত করা হবে ভাবনা চিন্তাকে কেন্দ্র করে।
-
অর্থাৎ, মহাত্মা গান্ধী যদি নাথুরামের আক্রমণে বেচেঁ যেতেন তবে, দুজনেইএকে অপরের মুখোমুখি হতেই বিচার বিবেচনা নিয়ে যে দ্বন্দ্ব এবং মতবিরোধ দেখা যেত। চরম বৈপরীত্য এবং রাজনৈতিক প্রেক্ষাপট এক্ষেত্রে তুলে ধরা হবে। যাকে নাম দেওয়া হয়েছে বিচারো কা যুদ্ধ।
-
ছবিতে গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন, দীপক অন্তনী এবং নাথুরাম হিসেবে দেখা যেতে চলেছে চিন্ময় মন্দলেকরকে।
-
কিন্তু, এতবছর পর হঠাৎ এই বিতর্কিত ইস্যু নিয়েই ছবি কেন? উত্তরে পরিচালক সাহেব জানিয়েছেন, আমি নয়ছয় পর শুধু ফিরছি না। আমার সঙ্গে নয়বছর পর যেটা ফিরছে সেটাই আসল। সিনেমা বানানোর আগে আমি পার্থক্য খোঁজার চেষ্টা করি। সেই উত্তর পেয়েই এই ছবি শুরু করি। গান্ধী গডসে আমার কাছে খুব বিশেষ। আশা করছি দর্শকরা দেখে পছন্দ করবে এটি।
-
মহাত্মা গান্ধী মানেই সেই চরিত্রের সঠিক উপস্থাপন। জাতীর জনকের ভূমিকায় অভিনয় করা নিতান্তই সহজ নয়। দীপক বলেন, আমার সৌভাগ্য আমি রাজকুমার বাবুর সঙ্গে কাজ করেছি। সবসময় চাইতাম কোনও কিংবদন্তি মানুষ গান্ধীজিকে নিয়ে ছবি বানাক এবং আমায় তাতে কাস্ট করুক। আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। রাজকুমার স্যার নিজেই একজন বিদ্যান মানুষ, তাঁর থেকে অনেক কিছু শিখেছি।
-
অন্যদিকে রয়েছে নাথুরাম গডসের চরিত্র। ভারতের ইতিহাসে অন্যতম ঘৃণ্য নাথুরাম। সেই চরিত্রে অভিনয়! চ্যালেঞ্জ নিয়েছেন চিন্ময়। বললেন, নাথুরাম একটা কঠিন চরিত্র। শুধু তাই নয়, একে মানুষ ঘৃনা করবেই। কিন্তু যদি এই ছবি দেখে তাঁদের ঘৃনা অব্যাহত থাকে তবে জানব আমি আমার শ্রেষ্ঠ দিতে পেরেছি, ভাল কাজ করেছি।
-
আগামী ২৬শে জানুয়ারি রিলিজ করবে এই ছবি। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন পবন চোপড়া, অনুজ সাইনি প্রমুখ।
