New Update
এ মেলা সে মেলা নয়, তবুও যেন মেলায় মেলায় মিল অনেকদুর। চিরাচরিত মেলা থেকে এর চেহারা একদমই আলাদা। এখানে ঢুকলেই দেখা মিলবে, হরেক কিসমের সন্নাসী। হিমালয় হিমাবহ থেকে কন্যাকুমারী সমুদ্র সিঞ্চন করে উঠে আসা সাধুসন্তরা ঘাটি গাড়েন বাবুঘাটে। প্রতি বছরই সাগরমেলার আগে এখানে এনারা চলে আসেন। ঝোলায় পুরে সঙ্গে আনেন পুজোর নানা উপাচার। কেউ তান্ত্রিক, কেউ বৈষ্ণব সন্ন্যাসী, কেু বা আবার নাগা সন্নাস্যী। বাতাসে ভুরভুর করতে থাকে যজ্ঞের ধোঁয়া, সঙ্গে গাঁজার গন্ধ। ছোট ছোট ছাউনিগুলিতে রীতিমত,'সংসার' পাতেন এই সন্ন্যাসীরা। এদেরই কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরা হল।
[caption id="attachment_194" align="aligncenter" width="600"] বাংলার মানুষ পুণ্য অর্জনের জন্য যে কী কী পথ অবলম্বন করে, তার একটা বড় প্রমাণ মেলে মকর সংক্রান্তি তিথিতে।[/caption]
[caption id="attachment_196" align="aligncenter" width="600"] সন্ন্যাসীর আশীর্বাদ পেতে সন্তানকে সঙ্গে নিয়ে বাবুঘাটেই হাজির হন ধর্মবিশ্বাসী বহু মানুষ। তাঁদের বিশ্বাস, নাগা সন্যাসী বা সাধু-সন্তদের পাদস্পর্শ পেলে, আশীর্ব্বাদ পেলেই সমস্ত মনস্কামনা পূর্ণ হবে।[/caption]
[caption id="attachment_198" align="aligncenter" width="600"] তাই সাগরে স্নানের প্রাক্কালেই সন্ন্যাসীদের স্পর্শ পেতে বাবুঘাটের অস্থায়ী ছাউনিগুলোয় ছুটে যান শহরের বহু মানুষ।[/caption]
[caption id="attachment_199" align="aligncenter" width="600"] অনেকে আবার সাগর যাত্রী, সাধু-সন্ন্যাসীদের জল, খাবার খাইয়ের পুণ্য অর্জনে মরিয়া। তাই হাওড়া, শিয়ালদহ স্টেশন, গঙ্গাঘাট সহ সাগর প্রাঙ্গণে পানীয় জল, খাবারের ক্যাম্প করেন।[/caption]
[caption id="attachment_200" align="aligncenter" width="600"] গঙ্গাসাগরের আনাচে কানাচেও উড়ে বেড়ায় এমন নানান গল্প।[/caption]
[caption id="attachment_195" align="aligncenter" width="600"] গৃহীর সংসার আছে। সাধুর তো আর সে সব ঝুট-ঝামেলা নেই। খোলা আকাশের নিচেই গোটা একটা সংসার পাতা এদের।[/caption]
[caption id="attachment_201" align="aligncenter" width="600"] সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই বিশেষ আলোর সেজে ওঠে পুরো বাবুঘাট চত্বর। কেউ যান সাধু সঙ্ঘ লাভে পূর্ণ অর্জনে কেউ বা আবার সাধু দেখতে।[/caption]
[caption id="attachment_202" align="aligncenter" width="600"] তীর্থভূমি বলে, না কি মেলাভূমি বলে! গঙ্গাসাগরের তুলনায় বাবুঘাটের এই বেলাভূমিটি কম আকর্ষণীয় নয়।[/caption]
[caption id="attachment_203" align="aligncenter" width="539"] অনেকে বিশ্বাস করেন গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ মুছে যায় এবং জীব মুক্তিলাভ করে। আর সাধুসঙ্গ লাভে পূর্ণ অর্জন।[/caption]
[caption id="attachment_204" align="aligncenter" width="600"] ধর্ম, বর্ণ, ধনী-দরিদ্র নির্বিশেষে শুক্রবার সকলে একসঙ্গে একই সাগরে ডুব দেন। তাই বলা হয়, মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে ডুব দেওয়ার কলকাতার বাবুঘাট হয়ে যায় ‘মিনি ভারতবর্ষ’।[/caption]
কুম্ভ মেলার সমতুল্য এই মেলাকেও আন্তর্জাতিক স্বীকৃতি দেয়া হোক ইতিমধ্যেই এই দাবি উঠতে শুরু করেছে। মনে করা হচ্ছে খুব শিগ্রী এই মেলাকেও আন্তর্জাতিক মানের করে দেওয়া হবে।