গৌতমী পাতিলের নাচ নিয়ে প্রতিনিয়ত সমালোচনা হচ্ছে।তার বিরুদ্ধে অশ্লীল অঙ্গভঙ্গি নাচের অভিযোগ রয়েছে।এ নিয়ে বিতর্ক উঠলে তিনি ক্ষমাও চাইলেন, তবে বিতর্ক থামার নাম নেননি।গৌতমী পাতিলের বাবা তাঁর সঙ্গে থাকেন না। তবে এবারই প্রথম সাক্ষাৎকার দিলেন তিনি। এই সাক্ষাৎকারে তিনি গৌতমীর নাচ নিয়ে নিজের মতামত জানিয়েছেন।'এবিপি মাজা'-র সাথে কথা বলতে গিয়ে, গৌতমী পাতিলের বাবা রবীন্দ্র বাবুরাও নেরাপগারে পাতিল তাঁর নাচ নিয়ে মন্তব্য করেছেন।গৌতমীর নাচ দেখেছেন কখনও? এমন প্রশ্ন করা হয় তাঁকে।তিনি বলেন, “আমার বাড়িতে টিভি নেই। আমি অন্য লোকের ফোনে তাঁর নাচ দেখেছি। তাঁর নাচ ভালোবাসে, কিন্তু একটু খারাপও লাগে।”যারা তাঁর নাচের সমালোচনা করেছেন তাঁদের জবাব দিয়েছেন গৌতমীর বাবাও।গৌতমীর বাবা প্রায় ১৮-২০ বছর ধরে আলাদা থাকেন। প্রথমে তিনি পুনেতে কর্মরত ছিলেন, এখন তিনি জলগাঁও জেলায় থাকেন।তিনি মেয়ে গৌতমীকে সমালোচকদের উপেক্ষা করার পরামর্শ দেন।'তুমি ভালো আছো, মানুষ কথা বলে, তাঁদের উপেক্ষা করে ভালো করো,' সে গৌতমীকে বলল।সমস্ত ছবি- গৌতমীর ইনস্টাগ্রামের সৌজন্যে