বউ নবনীতার জন্মদিন পালন করলেন জিতু কমল। কেকে লেখা রয়েছে হ্যাপি বার্থ ডে বউ।
বাইরে বেরোনো নিষেধ। তাই ঘরোয়া আয়োজনেই জন্মদিন পালন হল নবনীতার।
কেক কাটাছেন নবনীতা। তার ভিডিও করলেন জিতু। আবার কেক খাইয়োএ দিলেন একে অপরকে।
কেকের ক্রিম দিয়ে নবনীতার মুখে এঁকে দ্লেন গোঁফ।
স্টার জলসা-র ‘জীবনজ্যোতি’ ধারাবাহিকের সেট থেকেই দুজনের আলাপটা জমে। তার পরে সেই আলাপ থেকে প্রেম ও বিয়ে।
এক বছর পেরিয়ে গিয়েছে জিতু-নবনীতার দাম্পত্যজীবন।
ধারাবাহিকের শেষের দিকে গল্প যখন নতুন মোড় নেয়, তখনই এন্ট্রি হয় জিতু কমল-অভিনীত চরিত্রটির। গল্পের সেই মোড়ই যে শেষ পর্যন্ত ব্য়ক্তিগত জীবনের নতুন মোড়ের দিকে নিয়ে যাবে, সেটা তখন দু’জনের কেউই জানতেন না। এমনকী, বিয়ের কথাবার্তা পাকা হওয়ার আগে জিতু নাকি বলেছিলেন একবার, তোমাকে কেন বিয়ে করব, তুমি তো বাচ্চা মেয়ে।