New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/dimple-feature.jpg)
আজ ডিম্পল কাপাডিয়ার জন্মদিন (ফোটো- অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে)
অবশেষে তাঁরও বয়স ষাট পুর্ণ হল। কালস্রোতে ভেসে গেল যৌবন। তবে যৌবনই কেবল। জীবন, ধন বা মান সবই অটুট রয়েছে তাঁর। আমরা ববির কথা বলছি। থুড়ি ডিম্পল কাপাডিয়ার। ৪ দশকেরও বেশি সময় আগে ববি মুক্তি পেয়েছিল। তারপর কত কী ঘটে গেছে তাঁর জীবনে! সিনেমার মতোই। তিনি রাজেশ খান্নাকে বিয়ে করেছেন, তাঁর দু দুটি মেয়ে, টুইঙ্কল ও রিঙ্কি। টুইঙ্কলের সুবাদে অক্ষয় কুমারের মত জামাইও হয়েছে তাঁর। ৬১ বছরের জন্মদিনে ডিম্পলের অতীতের দিকে একটু ফিরে তাকানো যাক। ১৩ বছর যখন বয়স তাঁর, সে সময়েই ডিম্পল চোখে পড়ে যান রাজ কাপুরের। এবং তৈরি করে ফেলেন ববি। যে ববি সাড়া ফেলে দিয়েছিল দর্শকদের মধ্যে, যে ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়ে যান ডিম্পল। সে সময়ে ববিতে ডিম্পলের সহঅভিনেতা তথা পরিচালক রাজকাপুর তনয় ঋষির সঙ্গে ডিম্পলের রোম্যান্স নিয়ে রটনা শুরু হয়েছিল। তবে রাজ কাপুর এ ধরনের সম্পর্ক অনুমোদন করেননি। ববি মুক্তির প্রায় সঙ্গে সঙ্গেই রাজেশ খান্নার সঙ্গে বিয়ে হয় ডিম্পলের। ডিম্পলের তখন ১৬ বছর বয়স, আর রাজেশের বয়স ৩১। চিরকালই সুপারস্টার রাজেশের ফ্যান ছিলেন ডিম্পল, সেই রাজেশই যখন প্রপোজ করেন ডিম্পলকে, তখন আত্মহারা হয়ে গিয়েছিলেন ষোড়শী নায়িকা। ১৯৭৩ সালের মার্চ মাসে, ডিম্পলের বাবা চিনুভাই কাপাডিয়ার জুহুর বাংলোয় গাঁটছড়া বাঁধেন ডিম্পল-রাজেশ। তবে এ বিয়ে মোটেই সুখের হয়নি। রাজেশ চাননি তাঁর স্ত্রী আবার রুপোলি পর্দার জগতে ফিরে যান। ১৯৮২ সালে রাজেশের সঙ্গে বিচ্ছেদের দু বছর পর আবার সিনেমায় ফেরেন ডিম্পল। নতুন জীবনে তাঁর প্রথম ছবি সাগর ঘিরে বিতর্ক কম হয়নি, কিন্তু সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সে ছবি। ১৯৮৭ সালে জ্যাকি শ্রফের বিপরীতে কাশ, যে ছবিতে ডিম্পলের অভিনয়কে তাঁর অন্যতম সেরা কাজ বলে মনে করা হয়। ১৯৯১ সালে প্রহারে অভিনয়ের জন্য প্রভূত প্রশংসিত হন ডিম্পল। দৃষ্টি, লেকিন, অন্তরীণের মত ছবিতে তাঁর অভিনয় বহু মানুষ মনে রেখেছেন। এর পর দিল চাহতা হ্যায়, লীলা, লাক বাই চান্স, দাবাং বা ফাইন্ডিং ফ্যানি-র মতো সিনেমায় অভিনয় প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন ডিম্পল। দেখিয়ে দিয়েছেন যে কোনও ধরনের চরিত্রেই অভিনয় তাঁর করায়ত্ত। ডিম্পল কাপাডিয়ার জন্মদিন পালনের জন্য লন্ডনে পৌঁছেছেন মেয়ে টুইঙ্কল, জামাই অক্ষয় খান্না ও তাঁদের পুত্র কন্যারা। ববির জন্মদিনে মস্তি হোক জমিয়ে!