New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/rekha-759.jpg)
বৃহস্পতিবার রেখার ৬৫তম জন্মদিন।
রেখার পুরো নাম ভানু রেখা গণেশন। তামিল সুপারস্টার জেমিনি গণেশন এবং তেলুগু অভিনেত্রী পুষ্পভল্লির মেয়ে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ পরিবারের আর্থিক দুরাবস্থার কারণেই স্কুলে পড়া ছেড়ে দিয়ে অভিনয়ে আসেন রেখা। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ ১৯৬৬ সালে তেলুগু ছবি রঙ্গুলা রত্নম-এ শিশুশিল্পী হিসাবে কাজ করেন। পরে কন্নড় ছবি অপরেশন জ্যাকপট নল্লি সি.আই.ডি (১৯৬৯)-এ প্রধান চরিত্রে ডেবিউ করেন। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ নমক হারাম, মুকদ্দর কা সিকন্দর, খুবসুরত, ঘর, ফুল বানে আঙ্গারে, সিলসিলা, লজ্জা-র মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন রেখা। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ সালটা ১৯৮১, উমরাও জান ছবির জন্য জাতীয় পুরস্কার পান রেখা। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ দিল্লির এক ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে ১৯৯০ সালে বিয়ে করেন রেখা। তবে বিয়ের এক বছর পর আত্মহত্যা করেন মুকেশ। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ ২০১০ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী উপাধিতে সম্মানিত করেন। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ