টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম মিষ্টি প্রেম রাজা মধুবনীর হরফে ওম-তোরার। ভালবাসা ডট কম এর সেটেই হয়েছিল তাদের প্রথম আলাপ।
লকডাউনে ঘরবন্দী হয়ে কেমন ভাবে দিন কাটাচ্ছেন দম্পতি? তারই বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজা গোস্বামী।
বিকেলে ছাদে উঠে ঘুড়ি ওরানো থেকে শুরু করে ক্যারাম খেলা তাদের নিত্যদিনের টাইমপাস। এছাড়া রয়েছে গানের তরজা।
হ্যাঁ দুজনই গান প্রেমী। মধুবনীর গানের ইউটিউব চ্যানেলও রয়েছে। ওম গিটার বাজায় আর মাঝে মাঝে তোরার সঙ্গে গলা মেলায়।
আমফানের পর বসিরহাটের মিনাখাঁ ও হাসনাবাদে ত্রাণ দিতে গিয়ে ছিলেন রাজা-মধুবনী।
তবে রান্নাবান্নাও করতে দেখা যায় মধুবনীকে। লকডাউনে পাকা গিন্নির মতো রেঁধে বেঁধে সংসার করছেন অভিনেত্রী।
একে ওপরকে যে যথেষ্ট সময় দেয় ইনস্টাগ্রামের ছত্রে ছত্রে তা স্পষ্ট। ছাদে মাদুর পেতে তাস খেলেন এই মিষ্টি জুটি।
এবার জানা যাক তাদের প্রেমটা হল কী ভাবে? জানা গিয়েছে, প্রথম দেখাতেই কেউ কারর প্রেমে পরেনি। বরং একটু দূরে দূরেই থাকতেন দুজনে। ফোন নম্বরও নেননি কেউ। এরপর, যখন ওম তোরার জুটি অনস্ক্রিনে জনপ্রিয়তা পেতে থাকে তখন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন।
মধুবনীর মুখে শোনা গিয়েছে, তিনিই নাকি মনের অন্দরমহলে আগাম রাজার জন্য খেলাঘর বাঁধতে শুরু করেছিলেন। বেশ কিছুদিন যাওয়ার পর তিনিই প্রথম প্রেম নিবেদন করে বসেন।
রাজা ও মধুবনীর খুনসুটিতে ভরা নিখাদ বন্ধুত্বের সম্পর্ক, টলিউড ইন্ডাস্ট্রিতে অন্যতম।