New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/helen-759.jpg)
ছবি ভিক্টোরিয়া নং. ২০৩, হেলেন জ্যাকেট পড়েছিলেন সঙ্গে কোমড়ে চেইন। তাঁর লুক সম্পূর্ণ হয়েছিল হেয়ারডো এবং আইলাইনারের জন্য। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ ইয়ারো কা ইয়ার ছবিতে হেলেনকে দেখা গেল বোল্ড আইলাইনার এবং হেয়ারডো, কানের দুলের সঙ্গে সামঞ্জস্য রেখে মাথার গয়না। ফুলহাতা ব্লাউজের সঙ্গে লেহেঙ্গা পড়ে অনবদ্য লাগছিল তাঁকে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ এমবয়ডারি করা কুর্তা এবং জালের ওড়নায় সুন্দরী হেলেন। তাঁর লুককে অন্যমাত্রা দিয়েছিল লিপস্টিক এবং লম্বা আইলাইনার। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ এই সময়ে পর পর হেয়ারডো, লম্বা আইলাইনারের দেখা যেতে থাকল হেলেনকে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ টারজান ছবিতে হালকা জালের পোশাকে হেলেন। কোঁকড়ানো চুল এবং ছোট টায়রায় দেখা গিয়েছে তাঁকে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ শের এ হিন্দ- ছবিতে হেলেনকে দেখা যাবে সাবেকী লেহেঙ্গায়। সেই পরিচিত আইলাইনার, হেয়ার পাফ এবং মাথা পট্টিতে অভিনেত্রী। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ শের এ হিন্দ- ছবিতে হেলেনকে দেখা যাবে সাবেকী লেহেঙ্গায়। সেই পরিচিত আইলাইনার, হেয়ার পাফ এবং মাথা পট্টিতে অভিনেত্রী। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ এই বছর ৮০ বছরে পা দিলেন অভিনেত্রী। এই ছবিটা সর্দারের। ছোট টায়রা তাঁর ক্রাউনের মধ্যে পড়ে তিনি সুন্দর। তাঁর হাসিতে মোহময়ী হেলেন। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ লম্বা আনারকলিও ভীষণ সাবলীলভাবে সামলেছেন হেলেন। মাথার ফুল ও ভারী গয়নার অভাবনীয় অভিনেত্রী। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ গরম খুন ছবিতে হেলেন। ছবির একটি শটের দৃশ্যে অভিনেত্রী। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ ভেলভেট পোশাকে অত্যন্ত ভাল লেগেছিল হেলেনকে। তার কার্লি অগছালো চুল, এবং পাথরখচিত হেয়ার ব্যান্ডে দেখা গিয়েছিল তাঁকে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ সাজিশ ছবিতে হেলেন হল্টার নেকের পোশাকে, যা মুক্তোর চেইন দিয়ে তৈরি। সেটার সঙ্গে সামঞ্জস্য রেখেছিল গয়না। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ