New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/hema-759.jpg)
৭১ বছরে পা রাখলেন বলিউডের ড্রিম গার্ল। Photo: Express Archive
হেমা মালিনী, হিন্দি সিনেমার জগতে তিনি নক্ষত্র। ১৯৭৭ সালে ড্রিম গার্ল ছবির জন্য তিনি বলিউডে এই নামে জনপ্রিয় হন। ১০০ বেশি ছবিতে অভিনয় করেছেন হেমা মালিনী। তাঁর ৭১ তম জন্মদিবসে কিছু না দেখা ছবি। Photo: Express Archive বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন হেমা ও অমিতাভ। বাগবান ছবিতে শেষ দেখা গিয়েছিল তাদের। Photo: Express Archive সেন্সর ছবির সেটে দেব আনন্দ ও হেমা মালিনী। Photo: Express Archive ১৯৮০ সালে ধমেন্দ্রর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হেমা মালিনী। এষা ও আহানা, তাদের দুই কন্যা। Photo: Express Archive ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাদেও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন অভিনেত্রী। কন্যা এষা দেওলের সঙ্গে ছবিতে হেমা। Photo: Express Archive ১৯৯৯ সালে বিনোদ খান্না বিজেপি প্রার্থী মনোনীত হলে হেমা মালিনী তাঁর হয়ে প্রচারে শামিল হন। ২০০৪ সালে সরাসরি বিজেপিতে যোগ দেন অভিনেত্রী। Photo: Express Archive দিল আশনা হ্যা ছবির ফ্লোরে হেমা মালিনী। Photo: Express Archive ২০১৭ সালে এক থি রানি অ্যাইসি ভি ছবিতে শেষ দেখা গিয়েছিল হেমা মালিনীকে। Photo: Express Archive