New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/tiktok-759.jpg)
দেশের সেরা টিকটক স্টার। ফোটো- ইনস্টাগ্রাম
ভারতে টিকটিকের সবচেয়ে জনপ্রিয় মুখ হলেন রিয়াজ। টিকটিক সুপারস্টারও বলা যায়। এদেশে সবচেয়ে বেশি ফলোয়ার্স সংখ্যা রিয়াজ আলিরই। ৩ কোটি ৮৬ লক্ষ ফলোয়ার্স তার টিকটক অ্যাকাউন্টে। রিয়াজ নিজে একজন অভিনেতা এবং ফ্যাশন ব্লগার। জনপ্রিয় এক সোশাল মিডিয়ায় গান, নাচ, কমেডি ভিডিওতে তিনিই টিকটকে জনপ্রিয়তার শীর্ষে। টিকটক থেকে প্রতিটি পোস্টে তিনি আয় করতেন ৩৫ হাজার ডলার। সবচেয়ে ধনী টিকটক স্টার ছিলেন তিনিই। ফোটো- ইনস্টাগ্রাম ফৈজলের অভিনয়, ফ্যাশন স্টেটমেন্ট, হেয়ারস্টাইল এবং মডেলিং-এই মাত হতেন ফলোয়ার্সরা। টিকটকে তাঁর ফলোয়ার্স সংখ্যা ২ কোটি ৮২ লক্ষ। ফৈজলের জনপ্রিয়তা এতটাই যে মাউন্টেন ডিউ-এর মতো ব্র্যান্ডের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ ছিলেন। ৩০ থেকে ৫০ লক্ষ টাকা ছিল ফৈজলের মাসিক আয়।ফোটো- ইনস্টাগ্রাম টিকটকের নাম আরশু। এই নামেই জনপ্রিয় তিনি। অভিনয়, ইউটিউব ভিডিও, মডেলিং নাচ সবকিছুতেই তাঁর পোস্ট সেরার তালিকায়। ছোটবেলায় জনপ্রিয় টিভি সিরিয়ালে কাজও করেছেন তিনি। সেই সময় প্রতি এপিসোড প্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা পেতেন আরিশফা। টিকটকের জনপ্রিয়তা তাঁকে ফিল্মিজ্ঞান, এমএক্স প্লেয়ার, ওএলএক্স ইন্ডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ করেছিল। ফলোয়ার্স প্রায় ২ কোটি ৬৪ লক্ষ। প্রতিটি পোস্টের জন্য ২৪ হাজার ডলার আয় করতেন টিকটকের 'আরশু'। ফোটো- ইনস্টাগ্রাম জনপ্রিয় এবং টিকটকের সেরার তালিকায় জন্নতের নাম রয়েছে। টিভি এবং সিনেমা দুই জগতেই তিনি পরিচিত মুখ। টিকটকে ফলোয়ার্স সংখ্যা ২ কোটি ৫৮ লক্ষ। এমনকী সম্প্রতি টিকটকে খ্যাতির দরুণ একটি বিশেষ 'ব্যাজ' দেওয়া হয় তাঁকে। প্রতিটি পোস্টের জন্য তিনি ২৩ হাজার ডলার রোজগার করতেন। টিকটকে অবশ্য এই নামে কাউকে চেনেন না ভারতীয় টিকটক ব্যবহারকারীরা। ২ কোটি ৫০ লক্ষ ফলোয়ার্সরা তাঁকে চেনেন অ্যাঞ্জেল নিশু নামে। টিকটকে তাঁর বেশিরভাগ ভিডিও লিপ সিঙ্কিং। বেশ কিছু জনপ্রিয় ভিডিওতে নিশুকে দেখা গিয়েছে, যা তাঁর টিকটকে জনপ্রিয়তা বাড়াতেও সাহায্য করেছে। প্রতিটি পোস্টের জন্য তিনি পেতেন ২৩ হাজার ৫০০ ডলার।ফোটো- ইনস্টাগ্রাম আবেশ মূলত ইউটিউবার। তবে টিকটকে তিনি নাচ, কোরিওগ্রাফি কন্টেন্ট ক্রিয়েটের মতো কাজগুলোও করেছেন। টিকটকে আওয়েজর ফলোয়ার্স সংখ্যা ২ কোটি ৫০ লক্ষ। ইনস্টাতেও সমান জনপ্রিয় এই তারকা। টিকটকে প্রতিটি পোস্ট থেকে তিনি আয় করতেন ২৩ হাজার ৫০০ ডলার। ফোটো- ইনস্টাগ্রাম সমীক্ষা একজন অভিনেত্রী। টিকটকে অবশ্য মাল্টিটাস্কার। কনটেন্ট ক্রিয়েট করা থেকে মডেলিং, সবেতেই তিনি জনপ্রিয়। টিকটকে তাঁর পপুলারিটির নেপথ্যে কমেডি ভিডিও, এন্টারটেইনিং ভিডিও। ফলোয়ার্সের সংখ্যা ২ কোটি ২৮ লক্ষ। টিকটকে দেওয়া প্রতিটি পোস্টের জন্য আয় ২১ হাজার ডলার। ফোটো- ইনস্টাগ্রাম ফ্যাশন থেকে নাচ, অভিনয় মডেলিং-এ টিকটকের জনপ্রিয়তায় তাঁর জুরি মেলা ভার। ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার থেকেই জনপ্রিয় অভনীত অবশ্য টিকটকে অভি কিংবা মুসকান নামেই খ্যাত। টিকটকে ফলোয়ার্স সংখ্যা ২ কোটি ১৩ লক্ষ। কোকাকোলা, ক্লিনিক প্লাস, ওয়ান প্লাস ৬ মোবাইল ফোন, লাইফবয়-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে অভনীতের। প্রতিটি পোস্টের জন্য আয় প্রায় ২০ লক্ষ টাকা। ফোটো- ইনস্টাগ্রাম গিমা টিকটকের জনপ্রিয় নাম। আসল নাম গরিমা চৌরাসিয়া। গিমার বয়ফ্রেন্ডের ভিনির তৈরি করা একটি ভিডিও ভাইরাল হতেই টিকটকের জনপ্রিয়তার শীর্ষ তালিকায় আসেন গিমা। টিকটকে তাঁর ফলোয়ার্স সংখ্যা ২ কোটি। প্রতিটি পোস্টের জন্য ৩০ থেকে ৪০ লক্ষ টাকা আয় করেন এই টিকটক স্টার। ফোটো- ইনস্টাগ্রাম অভিনেত্রী-মিউজিসিয়ান-মডেল, টিকটকে তিন ট্যাবেই জনপ্রিয় হাসনাইন খান। ১ কোটি ৪৫ লক্ষ তাঁর ফলোয়ার্সের সংখ্যা। প্রতিটি পোস্টের জন্য ৪০ থেকে ৫০ ল্লখ টাকা আয় করেন হাসনাইন। ফোটো- ইনস্টাগ্রাম