অ্যাক্রোপলিসের পর গীতাঞ্জলি সেডিয়াম পার করে প্রথম গলিতেই বাড়ি ‘মন্টু পাইলট’ মানে অভিনেতা সৌরভ দাসের।
কসবা সুইনহোলেনের মল্লিক অ্যাপার্টমেন্টে থাকেন বিক্রম চ্যাটার্জি। হইচই-এর ‘তানসেনের তানপুরা’য় মূল চরিত্রে অভিনয় করেছেন বিক্রম। জনপ্রিয়তাও পেয়েছে এই ওয়েব সিরিজ।
আনোয়া শা রোডের ‘বলরাম মল্লিক রাধারমন মল্লিকে’র মিষ্টির দোকানের পাশের গলি দিয়ে কিছুটা গেলেই ঋতুপর্ণার নিবাস। সম্প্রতি লকডাউনে পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন অভিনেত্রী। সেখানে সাইকেল চালাতে গিয়ে হাতে চোট পেয়েছেন বলে খবর।
আইটিসির পিছনে তিলজলা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে অঙ্কুশের ফ্ল্যাট।
দেব কোথায় থাকেন তা কম বেশি অনেকেরই জানা রয়েছে। তবু বলা থাক, সাউথসিটিতে বহুদিন ধরে বসবাস করছেন এই অভিনেতা।
নতুন বাড়ি করেছেন যিশু সেনগুপ্ত। গল্ফগ্রীন এলাকায় অভিনেতার বাড়িটি বিলাসবহুল।
কসবা রথতলায় সরসী অ্যাপার্টমেন্টের বি ব্লকে মিমি চক্রবর্তীর ফ্ল্যাট। তবে তাঁর আসল বাড়ি কিন্তু জলপাইগুড়িতে।
বালিগঞ্জ ফাঁড়ির কাছে গড়িয়া হাটের দিকে যেতে ফুটপাথ ধরে হাঁটতেই রাস্তার পাশে চোখে পড়বে বিরাট দরজা। বাড়ির নাম উত্সব। এটি প্রসেঞ্জিত্ চট্টাপাধ্যায়ের বাড়ি।
আর্বানা কম্পেক্সে থাকেন রাজ-শুভশ্রী। অনেকই তাঁদের শেয়ার করা ভিডিওতে ফ্ল্যাটের অন্দরমহলও দেখে ফেলেছেন নিশ্চই। উল্লেখ্য, এই অপার্টমেন্টে থাকেন পায়েল সরকার, হিরন, অরিন্দম শীল ও শ্রাবন্তিও। বর্তমানে দিন গুণছেন অভিনেত্রী। মাস খানেকের মধ্যে মা হবেন শুভশ্রী।
কসবা পূর্বালোকে শান্তি নিবাসে সোহিনী সরকারের বাড়ি।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন